Neeraj Chopra-Arshad Nadeem: বুদাপেস্টে বর্শামঙ্গলে বিপুল ধনবর্ষা! কত টাকা পেলেন 'সোনা-রুপোর' থ্রোয়াররা?

How Much Prize Money Did Neeraj Chopra And Arshad Nadeem Get In World Athletics Championship: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন নীরজ চোপড়া, রুপো পেয়েছেন পাকিস্তানের আরশাদ নদিম। জেনে নিন বুদাপেস্ট মাতিয়ে কত টাকা পেলেন নীরজ-আরশাদ।

Updated By: Aug 28, 2023, 03:45 PM IST
Neeraj Chopra-Arshad Nadeem: বুদাপেস্টে বর্শামঙ্গলে বিপুল ধনবর্ষা! কত টাকা পেলেন 'সোনা-রুপোর' থ্রোয়াররা?
নীরজ-আরশাদের ধনবর্ষা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships Finals) সোনা জেতার ইতিহাস লিখেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ৮৮.৭৭ মিটার দূরে তাঁর জ্যাভলিনকে পাঠিয়েছিলেন তিনি। কমনওয়েলথের সোনা জয়ী পাক জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম (Arshad Nadeem) শেষ করেছেন দ্বিতীয় স্থানে। ৮৭.৮২ মিটার ছুড়ে তিনি পেয়েছেন রুপো। ব্রোঞ্জ জিতেছেন পোডিয়ামে তিনে শেষ করা  চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজ (৮৬.৬৭ মিটার)। এখন প্রশ্ন  বুদাপেস্ট মাতিয়ে কত টাকা পেলেন নীরজ-আরশাদ? নীরজ পেয়েছেন ৭০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৮ লক্ষ টাকা)। আরশাদ পেয়েছেন ৩৫ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৯ লক্ষ টাকা)।

আরও পড়ুন: WATCH | Neeraj Chopra: বৈরিতা মুছে বন্ধুতা! নীরজের তেরঙা আশ্রয় পাক প্রতিদ্বন্দ্বীকে, হৃদয় গলল দুই দেশের

গলায় পদক ঝুলিয়ে নীরজ বলেন, 'ভারতবাসীকে আমি ধন্যবাদ বলব। আমার জন্য রাত জেগে আপনারা সমর্থন করেছেন। অনেক অনেক ধন্যবাদ। এই পদক পুরো দেশের জন্য়। অলিম্পিক্স চ্য়াম্পিয়ন হয়েছিলাম, এখন বিশ্বচ্যাম্পিয়ন হলাম। আমি যা খুশি তাই করতে পারি। আপনারাও স্ব-স্ব ক্ষেত্রে এভাবেই পরিশ্রম করে যান। বিশ্বে আমাদের খ্যাতি অর্জন করতে হবে।' নীরজ সোনা জেতার পর অভাবনীয় কাজ করেছেন। আরশাদকে ডেকে নেন ফটোসেশনের জন্য়। পাক প্রতিদ্বন্দ্বীকে দিয়েছেন তেরঙা আশ্রয়। বৈরিতা ভুলে বন্ধতার দৃষ্টান্তে নীরজ জিতে নিয়েছেন দুই দেশের হৃদয়।

নীরজ দেখিয়ে দিলেন, তিনি ট্র্যাকে নামেন রেকর্ড করার জন্যই। সোনা জেতাটাকে জল-ভাতে পরিণত করে ফেলেছেন নীরজ। পানিপথের বাসিন্দার জন্যই নতুন করে লেখা হচ্ছে দেশের খেলার ছঠিক ইতিহাস। ১২ জনের ফাইনালে নীরজ শুরুটা করেছিলেন ফাউল দিয়ে ঠিকই, কিন্তু তাতে কী! তাঁর দ্বিতীয় থ্রো ৮৮.১৭ মিটার অতিক্রম করে যায়। বাকি ১১ জন চেষ্টা করেও সেই দূরত্ব অতিক্রম করে জ্যাভলিন পাঠাতে পারলেন না। সোনার পদক নীরজের গলাতেই উঠল।নীরজের এদিন থ্রোগুলি ৮৮.১৭ মিটার, ৮৬.২৩ মিটার, ৮৪.৬৪ মিটার, ৮৭.৭৩ মিটার ও ৮৩.৯৮ মিটার অতিক্রম করে। গত শুক্রবার নীরজ এক থ্রোয়ে দুই কীর্তি স্থাপন করেছিলেন। যোগ্য়তা অর্জন পর্বে নীরজ ৮৮.৭৭ মিটার দূরে ছুড়েছিলেন তাঁর জ্যাভলিন। স্রেফ এক থ্রোয়ে  পা রেখেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে , হাতে পান প্যারিস অলিম্পিক্সের টিকিট।

আরও পড়ুন: WATCH | Neeraj Chopra: বুদাপেস্টে নীরজের বর্শামঙ্গলে ইতিহাস! দেশের 'সোনার ছেলে' এখন বিশ্বচ্যাম্পিয়ন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.