সৌরভ গাঙ্গুলির বায়োপিকে হৃত্বিক রোশন! 'দাদা'র পছন্দ কে?

সৌরভের বায়োপিকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই হৃত্বিকের নাম প্রকাশ্যে আসছে।

Updated By: Feb 26, 2020, 11:23 AM IST
সৌরভ গাঙ্গুলির বায়োপিকে হৃত্বিক রোশন! 'দাদা'র পছন্দ কে?

নিজস্ব প্রতিবেদন : দাদা-র পছন্দ কে? মাস দুয়েক আগের কথা। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, তাঁর বায়োপিকে হৃত্বিককেই তিনি দেখতে চান। রাখঢাক না রেখে সৌরভ বলেছিলেন, নিজের চরিত্রে তিনি বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশনকে দেখতে চান। তবে সৌরভ গাঙ্গুলির বায়োপিক যে হচ্ছেই, তা এখনও স্পষ্ট নয়। দাদা নিজে বায়োপিক প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর নাকি সৌরভের বায়োপিক করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। যদিও সৌরভ নিজে সে কথা অস্বীকার করেছেন।

সৌরভের বায়োপিকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই হৃত্বিকের নাম প্রকাশ্যে আসছে। দাদা ভক্তরা বলছেন, সৌরভের চরিত্রে মানানসই হবে হৃত্বিক। সৌরভ অবশ্য করণ জোহরের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন। সঙ্গে এটাও বলেছেন, বায়োপিক নিয়ে করণের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। দুজনের মিটিং হয়েছে অন্য কোনও বিষয় নিয়ে। তবে সৌরভ ভক্তরা এই যুক্তি মানতে নারাজ। ধোনি, কপিল, আজহারুদ্দিনের পর এবার সৌরভের বায়োপিক আসছে। এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত দাদার ভক্তরা। আর সেই বায়োপিকে হৃত্বিককেই দেখা যাবে বলে ধরে নিয়েছেন কেউ কেউ।

আরও পড়ুন-  ওয়েলিংটন টেস্টে হারের পর টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নির্বাচন নিয়ে বিস্ফোরক কপিল দেব!

এর আগে শোনা গিয়েছিল, ডিজিটাল প্লাটফর্ম-এর জন্য সৌরভের বায়োপিক প্রকাশ করতে পারে। একতা কাপুরের উদ্যোগে সেই বায়োপিক হওয়ার খবর ছড়িয়েছিল। কিন্তু শেষমেশ সৌরভের কোনও বায়োপিক প্রকাশ পায়নি। এবার কি করণ জোহর উদ্যোগ নেবেন সৌরভের বায়োপিক তৈরির! দেখা যাক।

.