ওয়েলিংটন টেস্টে হারের পর টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নির্বাচন নিয়ে বিস্ফোরক কপিল দেব!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের পর টেস্টেও হোয়াইটওয়াশের সম্ভাবনা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Feb 25, 2020, 04:46 PM IST
ওয়েলিংটন টেস্টে হারের পর টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নির্বাচন নিয়ে বিস্ফোরক কপিল দেব!

নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করে নিউ জিল্যান্ড সফর শুরু করেছিল টিম ইন্ডিয়া। তার পরেই পারফরম্যান্স গ্রাফ তলানিতে ঠেকেছে। একদিনের সিরিজে ০-৩ ব্যবধানে হারের পর  নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হার। এই হারের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব।

কপিলের মতে দল গঠনে গলদ রয়েছে। প্রথম একাদশ নির্বাচনের সমালোচনা করে কপিলদেব বলেন..."আমি বুঝতে পারছি না প্রতি ম্যাচে এত পরিবর্তন কেন করা হয়েছে । কোন সেট দল নেই। দলে কোন ক্রিকেটারের স্থায়িত্ব যদি না থাকে, তার প্রভাব খেলার উপর পড়ে।''

টেস্টের ব্যাটিং লাইনআপ নিয়েও প্রশ্ন তুলেছেন কপিলদেব। তিনি বলেন, "কে এল রাহুল টেস্ট দলে না থাকায় আমি অবাক হয়েছি। টি-২০ তে সিরিজের সেরা রাহুল দুরন্ত ফর্মে আছেন। সব ফরম্যাটে দারুনভাবে মানিয়ে নিতে পারে ও । তাকে কিভাবে টেস্ট দলের বাইরে রাখল টিম ম্যানেজম্যান্ট? রাহুলকে টেস্ট দলে দরকার ।''

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের পর টেস্টেও হোয়াইটওয়াশের সম্ভাবনা। আর ভারত চাইছে টেস্ট সিরিজ ড্র করে দেশে ফিরতে। ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ শুরু শনিবার থেকে ক্রাইস্টচার্চে।

আরও পড়ুন - মুজিববর্ষ টি-২০ সিরিজের এশিয়া একাদশ দলে ৬ ভারতীয়, দলে নেই কোনও পাক ক্রিকেটার

.