ঘরের মাঠে চার্চিলের কাছে বিধ্বস্ত মোহনবাগান

বিরতির পর চার মিনিটের ব্যবধানে প্লাজার জোড়া গোল বাগানের সব আশা কার্যত শেষ করে দেয়।

Updated By: Nov 25, 2018, 07:49 PM IST
ঘরের মাঠে চার্চিলের কাছে বিধ্বস্ত মোহনবাগান

নিজস্ব প্রতিবেদন : ভূস্বর্গ জয়ের পর সমতলে ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল মোহনবাগান। আই লিগে পর পর দুটো অ্যাওয়ে ম্যাচে জেতার পর রবিবার যুবভারতীতে চার্চিলের কাছে বড় ব্যবধানে হেরে গেল শঙ্করলাল চক্রবর্তীর দল। মোহনবাগানকে ৩-০ গোলে হারাল গোয়ার দলটি।

আরও পড়ুন - জুভেন্তাসেও রেকর্ড গড়লেন সিআর সেভেন

রবিবার ঘরের মাঠে যুবভারতীতে মরশুমে প্রথমবার প্রথম একাদশে খেলা শুরু করলেন বাগানের হাইতিয়ান তারকা সোনি নর্ডি। কিন্তু তাতেও পালতোলা নৌকার ভরাডুবি আটকাতে পারলেন না। ২১ মিনিটে বক্সের ভিতরে দলরাজের ভুলের সুযোগ নিয়ে চার্চিলকে এগিয়ে দেন সিসে। পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় সোনি, কিসেকো, ডিকারা। কিন্তু চার্চিল রক্ষণে বার বার ধাক্কা খেল মোহনবাগানের যাবতীয় আক্রমণ। উল্টোদিকে পাল্টা আক্রমণে বাগান ডিফেন্সকে সদা ব্যস্ত রাখলেন প্লাজা-সিসে-ইজরায়েল গুরুংরা। বিরতির পর চার মিনিটের ব্যবধানে প্লাজার জোড়া গোল বাগানের সব আশা কার্যত শেষ করে দেয়। ৫১ মিনিটে এবং ৫৫ মিনিটে গোল দুটি করেন উইলিস প্লাজা।

০-৩ গোলে পিছিয়ে থাকা মোহনবাগান ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা করলেও কোনও গোলই করতে পারেননি সোনি-ডিকারা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে সিসের দূরপাল্লার শট বারে না লাগলে আরও লজ্জায় পড়তে হল মোহনবাগানকে। চলতি মরশুমে এই প্রথম হারের মুখ দেখল মোহনবাগান। পাঁচ ম্যাচ শেষে মোহনবাগানের পয়েন্ট ৮। সমসংখ্যক ম্যাচ খেলে চার্চিল পয়েন্ট হল ৯। লিগ টেবিলে ২ নম্বরে উঠে এল গোয়ার দলটি। ২০১০ সালে শিলং লাজংয়ের কাছে হারের পর আবার ঘরের মাঠে বড় ব্যবধানে হারল মোহনবাগান।

.