Rohit Sharma, Virat Kohli: টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট, রোহিত দুই মহাতকার ভবিষ্যৎ কী? জবাব দিলেন রাহুল দ্রাবিড়

পাওয়ার প্লে-তে দুই দলের পারফরম্যান্সই ফারাক গড়ে দিল। ভারত ৬ ওভারে ৩৮ রানে ১ উইকেট। সেখানে ছয় ওভারে ইংল্যান্ডের রান ৬৩। 

Updated By: Nov 10, 2022, 07:07 PM IST
Rohit Sharma, Virat Kohli: টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট, রোহিত দুই মহাতকার ভবিষ্যৎ কী? জবাব দিলেন রাহুল দ্রাবিড়
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বিরাটকে কাঁধে তুলে নিয়েছিলেন রোহিত। এখন সব ইতিহাস। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) সেমি ফাইনালে ইংল্যান্ডের (England) কাছে ১০ উইকেটে পিষে যাওয়া। স্বভাবতই প্রশ্ন উঠছে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির (Virat Kohli) টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে। যদিও সিনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। 

সেমি ফাইনাল ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রাহুল দ্রাবিড়। দলের 'বয়স্ক' মহাতারকাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা হলে হেড কোচ বলেন, 'সিনিয়র প্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় আসেনি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে বিষয়টি। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনও অনেক সময় রয়েছে। সেমি ফাইনালের পর এসব বলা কঠিন। রোহিত, কোহলি, ভুবনেশ্বররা দারুণ পারফর্মার। আমাদের পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে।'

আরও পড়ুন: ICC T20 World Cup 2022, Team India: আইসিসি ইভেন্টে টিম ইন্ডিয়া নতুন 'চোকার্স', পরিসংখ্যান তেমন ইঙ্গিত দিচ্ছে

আরও পড়ুন: IND vs ENG, ICC T20 World Cup 2022, 2nd semi final Updates: ভারতকে ১০ উইকেটে উড়িয়ে ফাইনালে ইংল্যান্ড, ১৯৯২ সালের মতোই প্রতিপক্ষ পাকিস্তান

সাহেবদের কাছে উড়ে যাওয়ার জন্য সবাই ভারতের পাওয়ার প্লে-তে স্লো ব্যাটিংকেই দায়ী করা হচ্ছে। কারণ পাওয়ার প্লে-তে দুই দলের পারফরম্যান্সই ফারাক গড়ে দিল। ভারত ৬ ওভারে ৩৮ রানে ১ উইকেট। সেখানে ছয় ওভারে ইংল্যান্ডের রান ৬৩। সেটা মেনে নিলেন দ্রাবিড়। তিনি যোগ করেন, 'পাওয়ার প্লে-তে দুই দলের পারফরম্যান্সই ফারাক গড়ে দিল। ভারত ৬ ওভারে ৩৮ রানে ১। সেখানে ছয় ওভারে ইংল্যান্ডের রান ৬৩। আমরা গোটা ম্যাচের মাত্র একটা পর্যায়ে জিতেছি। ফলে হেরে যাওয়া তো স্বাভাবিক।'   

ভারতের রান কি কম হয়েছিল বলে মনে হয় না? ভারতীয় দলের হেড কোচ বলেন, 'এইরকম পরিবেশে ১৮০ বা তার বেশি রান আমরা করেছি। তবে ইংল্যান্ড দারুণ বল করেছে। খুব ভাল লাইন-লেংথে বল করে গিয়েছে। আমাদের ব্যাটারদের মারতে দেয়নি। হার্দিক দারুণ খেলেছে। তবে আমাদের ১৮০-১৮৫ রান করা উচিত ছিল।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.