ক্রিকেটকে অলেম্পিক্সে অন্তর্ভুক্ত করতে কোমর বেঁধে ঝাঁপাবে ICC
তবে শেষ পর্যন্ত আইসিসি কর্তারা সাফল্য পেলেও অপেক্ষা করতে হবে অন্তত ২০২৮ সাল পর্যন্ত। কারণ ২০২০ টোকিও ২০২৪ ফ্রান্স অলেম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে ২০২৮-এর লস অ্যাঞ্জেলিস অলেম্পিক্স পর্যন্ত।
![ক্রিকেটকে অলেম্পিক্সে অন্তর্ভুক্ত করতে কোমর বেঁধে ঝাঁপাবে ICC ক্রিকেটকে অলেম্পিক্সে অন্তর্ভুক্ত করতে কোমর বেঁধে ঝাঁপাবে ICC](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/26/118623-olym982371.jpg)
নিজস্ব প্রতিবেদন: অলেম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্তির দাবিতে কোমর বেঁধে ঝাঁপানোর সিদ্ধান্ত হল আইসিসির বৈঠকে। বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বৈঠক শেষে এমনটাই জানানো হয়েছে। আইসিসির দাবি, বিশ্বের ১০৪টি দেশ টি২০ ক্রিকেট খেলে। তাদের স্বীকৃতিও দেওয়া হয়েছে। এই সংখ্যা পেশ করে অলেম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্তির দাবি জানানো হবে।
তবে শেষ পর্যন্ত আইসিসি কর্তারা সাফল্য পেলেও অপেক্ষা করতে হবে অন্তত ২০২৮ সাল পর্যন্ত। কারণ ২০২০ টোকিও ২০২৪ ফ্রান্স অলেম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে ২০২৮-এর লস অ্যাঞ্জেলিস অলেম্পিক্স পর্যন্ত।
বন্ধ হয়ে গেল ICC চ্যাম্পিয়নস ট্রফি, বদলে হবে টি২০ বিশ্বকাপ
আইসিসির সিইও ডেভ রিচার্ডসনের দাবি, বিশ্বের ১০৪টি দেশ টি২০ ক্রিকেট খেলে। ইতিমধ্যে এদের স্বীকৃতি দিয়েছে আইসিসি। তাই অবিলম্বে ক্রিকেটকে আলেম্পিক্সের অংশ করা হোক।