বিশ্বকাপের শেষ চারে বদলার ম্যাচে ভারতের সামনে ইংল্যান্ড

ওয়ান ডে বিশ্বকাপের বদলা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে নিতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট মহল।

Updated By: Nov 20, 2018, 09:40 AM IST
বিশ্বকাপের শেষ চারে বদলার ম্যাচে ভারতের সামনে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদন : মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপের চারটি ম্যাচ জিতেই সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। শেষ ম্যাচে তিন বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস পেয়ে গিয়েছে স্মৃতি,মিতালিরা। শেষ চারে ভারতের সামনে ইংল্যান্ড।    

আরও পড়ুন - কোহলিকে কিংবদন্তি বললেন গিলক্রিস্ট! নিলেন সাক্ষাত্কারও

সেমি ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ডের পারফরম্যান্স এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন আহামরি নয়। গ্রুপে চারটি ম্যাচের দু টিতে জিতেছে তারা। তা স্বত্ত্বেও ইংল্যান্ডকে হালকাভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বের ধারাবাহিকতা নকআউটেও বজায় রাখতে মরিয়া মিতালিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল আর ভারতের মাঝে এখন একটাই বাধা- ইংল্যান্ড। যে ইংল্যান্ডের কাছে গত বছর একদিনের ক্রিকেটে বিশ্বকাপে হেরেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ওয়ান ডে বিশ্বকাপের বদলা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে নিতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট মহল।

আরও পড়ুন - মাঠের বাইরে বিরাট কোহলি অন্য মানুষ, মত স্টার্কের

শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটার নাগাদ সেমি ফাইনালের লড়াইয়ে নামবে ভারত। হরমনপ্রীত, মিতালি, স্মৃতি, জেমাইমারা ফর্মে রয়েছেন। একই সঙ্গে দলের স্পিনাররাও ছন্দে। সবমিলিয়ে এক বছরের ব্যবধানে এক বিশ্বকাপ থেকে আর এক বিশ্বকাপে বদলার ম্যাচে নামছে ওয়েমেন ইন ব্লুজরা। আইসিসি ওয়েমেনসে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির অন্য সেমি ফাইনালে আয়োজন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।    

 

.