নায়ক, নায়কই থাকেন! পোর্তোকে কলনিয়া কাপ জিতিয়ে মাদ্রিদকে জবাব দিলেন কাসিয়াস

এফসি পোর্তোয় যোগ দিয়েই নায়ক হয়ে গেলেন স্পেনের কিংবদন্তী গোলরক্ষক ইকার কাসিয়াস। রিয়াল মাদ্রিদের প্রাক্তন গোলরক্ষকের দক্ষতার ওপর ভর করে কলনিয়া কাপ জিতল পোর্তো। ভ্যালেন্সিয়াকে টাইব্রেকারে পাঁচ-চার গোলে হারিয়ে কাপ জিতল পর্তুগালের দলটি। নির্ধারিত সময় ম্যাচের ফল শূন্য শূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকার পর্যন্ত। জোও কানসেলোর পৈনাল্টি বাঁচিয়ে দেন কাসিয়াস। সেই একটা সেভই ম্যাচে দুদলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। চৌত্রিশ বছর বয়সী কাসিয়াস গত মাসেই রিয়াল ছেড়ে পোর্তোয় যোগ দেন। নতুন ক্লাবের জার্সিতে প্রথম ম্যাচে নায়ক হয়ে উঠলেন স্পেনের সর্বকালের সেরা গোলরক্ষক। মরশুমের শুরতে কাসিয়াস বুঝিয়ে দিলেন পোর্তোয় তিনি শুধু ঘুরতে যাননি। 

Updated By: Aug 2, 2015, 06:18 PM IST
নায়ক, নায়কই থাকেন! পোর্তোকে কলনিয়া কাপ জিতিয়ে মাদ্রিদকে জবাব দিলেন কাসিয়াস

ব্যুরো: এফসি পোর্তোয় যোগ দিয়েই নায়ক হয়ে গেলেন স্পেনের কিংবদন্তী গোলরক্ষক ইকার কাসিয়াস। রিয়াল মাদ্রিদের প্রাক্তন গোলরক্ষকের দক্ষতার ওপর ভর করে কলনিয়া কাপ জিতল পোর্তো। ভ্যালেন্সিয়াকে টাইব্রেকারে পাঁচ-চার গোলে হারিয়ে কাপ জিতল পর্তুগালের দলটি। নির্ধারিত সময় ম্যাচের ফল শূন্য শূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকার পর্যন্ত। জোও কানসেলোর পৈনাল্টি বাঁচিয়ে দেন কাসিয়াস। সেই একটা সেভই ম্যাচে দুদলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। চৌত্রিশ বছর বয়সী কাসিয়াস গত মাসেই রিয়াল ছেড়ে পোর্তোয় যোগ দেন। নতুন ক্লাবের জার্সিতে প্রথম ম্যাচে নায়ক হয়ে উঠলেন স্পেনের সর্বকালের সেরা গোলরক্ষক। মরশুমের শুরতে কাসিয়াস বুঝিয়ে দিলেন পোর্তোয় তিনি শুধু ঘুরতে যাননি। 

.