Rohit Sharma, IND vs SA : ধোনির কোন রেকর্ড নিজের নামে করে নিলেন 'হিটম্যান'? জেনে নিন

Rohit Sharma, IND vs SA : ২০১৬ সালে 'ক্যাপ্টেন কুল' এক ক্যালেন্ডার বর্ষে ১৫ টি ম্যাচ জয়ের নজির গড়েছিলেন। বুধবার প্রোটিয়াস বধের সঙ্গেই সেই রেকর্ড ভেঙে দিলেন 'হিটম্যান'। তবে রোহিত কসংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন চলতি বছরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও দুটি ম্যাচ ছাড়াও রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

Updated By: Sep 29, 2022, 01:51 PM IST
Rohit Sharma, IND vs SA : ধোনির কোন রেকর্ড নিজের নামে করে নিলেন 'হিটম্যান'? জেনে নিন
ধোনিকে টেক্কা দিলেন রোহিত শর্মা। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2022) তাঁর নেতৃত্বে ভারতীয় দল একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারেনি। সেটা বাদ দিলে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) সময়টা দারুণ যাচ্ছে। প্রথম অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়। এ বার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে দল। বুধবার এই জয়ের সঙ্গে সঙ্গেই অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) টেক্কা দিলেন রোহিত। গড়লেন নতুন রেকর্ড। ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়লেন রোহিত।

২০১৬ সালে 'ক্যাপ্টেন কুল' এক ক্যালেন্ডার বর্ষে ১৫ টি ম্যাচ জয়ের নজির গড়েছিলেন। বুধবার প্রোটিয়াস বধের সঙ্গেই সেই রেকর্ড ভেঙে দিলেন 'হিটম্যান'। তবে রোহিত কসংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন চলতি বছরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও দুটি ম্যাচ ছাড়াও রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টগবগ করছিল টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ছন্দ বজায় রাখল ভারতীয় দল। তিরুবনন্তপুরমের বাউন্সি পিচের চ্যালেঞ্জ সামলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত। তাও ২০ বল বাকি থাকতে। রীতিমতো দাপট দেখিয়ে। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেলেন ভারত। 

আরও পড়ুন: Surya Kumar Yadav, IND vs SA : রাতের আকাশে ফের 'সূর্য' উদয়! ঢাকা পড়ে গেল দক্ষিণ আফ্রিকা

আরও পড়ুন: Arshdeep Singh, IND vs SA: 'ভাবছিলাম কী বক্তব্য রাখব!' ম্যাচের সেরা অর্শদীপ মজে মিলারের আউটে

প্রথমে ব্যাট করে মাত্র ৮ উইকেটে ১০৬ রানে আটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল ভারতও। পরপর ফিরে যান রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (৩)। ১৭ উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন কে এল রাহুল (KL Rahul) ও সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন দুজনে। রাহুল ৫১ ও সূর্য ৫০ রানে অপরাজিত ছিলেন। ২০ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় ভারত।

এর আগে অর্শদীপ সিং (Arshdeep Singh) রীতিমতো আগুন ঝরালেন। যে আগুনে ছারখার হল প্রোটিয়াসদের ইনিংস। এক ওভারে তিন উইকেট তুলে নিলেন অর্শদীপ। তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকা শুরুতেই এমন চাপে পড়ে গেল যে, গোটা ইনিংসে সেই চাপ কাটিয়ে আর বেরতেই পারল না। 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.