Rohit Sharma, IND vs SA : ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? জানালেন রোহিত

Rohit Sharma, IND vs SA : বাইশ গজে যথেষ্ট ঘাস ছিল। এরমধ্যে শিশির ফ্যাক্টর। সেটা মাথায় রেখেছিলেন রোহিত। তাই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন'হিটম্যান'। তাঁর সিদ্ধান্তের মর্যাদা রাখলেন পঞ্জাব তনয়। 

Updated By: Sep 29, 2022, 02:34 PM IST
Rohit Sharma, IND vs SA : ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? জানালেন রোহিত
ম্যাচ জিতে চিন্তা কমল রোহিতের। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামের ঘাসে ভরা পিচে সূর্য কুমার যাদবের (Surya Kumar Yadav) ব্যাটিং বিস্ফোরণ। কেএল রাহুলের (KL Rahul) লড়াকু ইনিংসের সৌজন্যে প্রথম টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। যদিও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) দাবি দুই ব্যাটারের জন্য নয়, বরং 'পাওয়ার-প্লে'তে অর্শদীপ সিং (Arshdeep Singh) ও দীপক চাহারের (Deepak Chahar) জন্য দল জিতেছে। আর ওঁদের আগুনে পেসের সঙ্গে বিষাক্ত সুইং বোলিংই হল ম্যাচের টার্নিং পয়েন্ট।  

ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিটম্যান স্পষ্ট বলেন, '৬-৭ ওভারে দক্ষিণ আফ্রিকার ৫-৬টি উইকেট তুলে নেওয়াটাই তাদের ম্যাচ জয়ের মঞ্চ গড়ে দিয়েছে। অর্থাৎ, নতুন বলে চাহার-অর্শদীপের বোলিংই ম্যাচের টার্নিং পয়েন্ট। পিচ একটু চটচটে ছিল। ভেজাভাব ছিল। পিচে ঘাস ছিল, তাই জানতাম পেসাররা একটু সাহায্য পাবে। তবে ২০ ওভার বল এমন সুইং করবে ভাবিনি। অর্শদীপ ও চাহার দারুণ বল করেছে। ওরা দেখিয়েছে অনুকূল পরিবেশ কীভাবে যথাযথ ব্যবহার করতে হয়। প্রথম ৬-৭ ওভারে ৫-৬টি উইকেট তুলে নেওয়াই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।' 

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ফিরে আসা চোট নিয়ে টিম ইন্ডিয়া চিন্তিত থাকলেও, দক্ষিণ আফ্রিকাকে একাই শেষ করে দিলেন অর্শদীপ। তাঁদের আগুনে পেস ও সুইং-এর দাপটে ৮ উইকেটে মাত্র ১০৬ রানে আটকে গিয়েছিল প্রোটিয়াসদের ইনিংস। বাঁহাতি পঞ্জাব তনয় নিয়েছিলেন ৩২ রানে ৩ উইকেট। ২৪ রানে ২ উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গত করেছিলেন দীপক চাহার। দুই জোরে বোলারের দাপটে টিম ইন্ডিয়ার সামনে টার্গেট দাঁড়িয়েছিল ১০৭ রানের। 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

বাইশ গজে যথেষ্ট ঘাস ছিল। এরমধ্যে শিশির ফ্যাক্টর। সেটা মাথায় রেখেছিলেন রোহিত। তাই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন'হিটম্যান'। তাঁর সিদ্ধান্তের মর্যাদা রাখলেন পঞ্জাব তনয়। তবে বিপক্ষকে প্রথম ধাক্কা দেন চোট সারিয়ে ফিরে আসা আর এক পেসার দীপক। প্রথম ওভারের শেষ বলে তেম্বা বাভুমার উইকেট উড়ে যায়। প্রোটিয়াসরা তখন ১ রানে ১ উইকেট।

আরও পড়ুন: Rohit Sharma, IND vs SA : ধোনির কোন রেকর্ড নিজের নামে করে নিলেন 'হিটম্যান'? জেনে নিন

আরও পড়ুন: Surya Kumar Yadav, IND vs SA : রাতের আকাশে ফের 'সূর্য' উদয়! ঢাকা পড়ে গেল দক্ষিণ আফ্রিকা

এরপর আরও বড় ধাক্কা অপেক্ষা করছিল বিপক্ষের জন্য। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই ফের জাত চেনালেন অর্শদীপ। তুলে নিলেন বিপক্ষের তিনটি উইকেট। সেখানেই খেলা থেকে হারিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথম বলেই বোল্ড হলেন কুইন্টন ডি কক। সেই ওভারের পঞ্চম বলটি বাইরে যাচ্ছিল। রিলে রসোউয়ের মতো ব্যাটার খোঁচা দিতেই বল গিয়ে জমা হয় ঋষভ পন্থের গ্লাভসে। ওভারের শেষ বলটি ছিল ক্রিকেটের পরিভাষায় 'আনপ্লেয়েবেল'। অর্শদীপের ভিতরে আসা 'বানানা সুইং' ভয়ঙ্কর ডেভিড মিলারের স্টাম্প উড়িয়ে দিল। মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে তখন একেবারে ব্যাকফুটে প্রোটিয়াসরা। 

সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৪২ রানে ৬ উইকেট হারায় বিপক্ষ। ফলে একটা সময় মনে হচ্ছিল ১০০ রানের মধ্যেই ইনিংস না শেষ হয়ে যায়। তবে কেশব মহারাজ এবং ওয়েন পার্নেল পালটা লড়াই চালিয়ে দলের রানকে একশ-র বেশিতে পৌঁছে দেন। নিজের শেষ ওভারে ১৭ রান দেন অর্শদীপ। ৩৫ বলে ৪১ রানের লড়াকু ইনিংস খেলে বোল্ড হন কেশব মহারাজ। পার্নেল করেন ২৪ রান। 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.