IND vs WI 1st ODI Live Streaming: এবার লড়াই পঞ্চাশ ওভারের, বিশদে জানুন খেলা দেখার সব রাস্তা

IND vs WI 1st ODI Live Streaming: লাল বলের ক্রিকেট শেষ। এবার শুরু সাদা বলের খেলা। ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। বিশ্বকাপের নেট প্র্যাকটিস সেরে নেবে টিম ইন্ডিয়া।

Updated By: Jul 26, 2023, 08:14 PM IST
IND vs WI 1st ODI Live Streaming: এবার লড়াই পঞ্চাশ ওভারের, বিশদে জানুন খেলা দেখার সব রাস্তা
এবার লড়াই পঞ্চাশ ওভারের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই রোহিত শর্মারা (Rohit Sharma) তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়েছেন (ICC World Test Championship 2023-2025)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ভারত টেস্ট সিরিজ ১-০ জিতে নিয়েছে। দ্বিতীয় তথা শেষ টেস্ট বৃষ্টিতে ধুয়ে ড্র হয়ে গিয়েছে। তবে বৃষ্টি না হলে ভারতের কাছে সুবর্ণ সুযোগ ছিল প্রতিপক্ষকে চুনকাম করার। তবে লাল বলের ক্রিকেট এখন অতীত। এবার লড়াই পঞ্চাশ ওভারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুভারম্ভ আগামিকাল। 

আরও পড়ুন: বিতর্কিত ধর্মগুরুর চরণতলে দেশের নক্ষত্র ক্রিকেটার! ভাইরাল ছবিতে জ্বলছে আগুন...

কবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ হবে?
ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ হবে ২৭ জুলাই (বৃহস্পতিবার)।

কোথায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ হবে?
বার্বাডোজের কেনসিংটন ওভালে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ।

কখন ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে?
ভারতীয় সময়ে সন্ধে সাতটা থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ।

কোন চ্যানেলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ দেখানো হবে?
দূরদর্শনে  ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ দেখানো হবে।

অনলাইনে কোথায় স্ট্রিম করে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ দেখা যাবে?
ফ্যানকোড অ্যাপ ও জিওসিনেমা অ্যাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ দেখা যাবে।

ভারতের একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক, জয়দেব উনাদকট এবং মুকেশ কুমার।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দু'দিনের মধ্যে শুরু পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। ৩ আগস্ট প্রথম কুড়ি ওভারের যুদ্ধ। ৬ আগস্ট দ্বিতীয় টি-২০ ম্যাচ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। তৃতীয় টি-২০ ৮ আগস্ট এই মাঠেই। চতুর্থ (১২ আগস্ট) ও পঞ্চম টি-২০ ম্যাচ (১৩ আগস্ট) দু'টি হবে মার্কিন মুলুকে। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে। তবে কুড়ি ওভারের লড়াইয়ে নেই বিরাট-রোহিতরা। দেশের দুই তারকা ক্রিকেটার নিচ্ছেন ব্রেক। টি-২০ সিরিজের নেতা হার্দিক।

টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব।

আরও পড়ুন: Indian Football Team | Asian Games 2023: স্টিমাচের অনুরোধে নিয়ম শিথিল! এশিয়াডে যাচ্ছেন সুনীলরা, জানিয়ে দিল কেন্দ্র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.