ডেভিস কাপে নিউজিল্যান্ডকে হারিয়ে এশিয়া ওশিনিয়া গ্রুপের দ্বিতীয় রাউন্ডে ভারত

ওয়েব ডেস্ক: ডেভিস কাপে নিউজিল্যান্ডকে হারিয়ে এশিয়া ওশিনিয়া গ্রুপের দ্বিতীয় রাউন্ডে ভারত। কিউইদের চার-এক ব্যবধানে হারালেন রামানাথনরা। পরবর্তী রাউন্ডে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেভিস কাপের এশিয়া ওশিনিয়া গ্রুপের টাই জিতল ভারত। টুর্নামেন্টে ভারতের রামকুমার রামানাথনের স্বপ্নের ফর্ম অব্যাহত। ফিরতি সিঙ্গলসের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের ফিন টিয়ার্নিকে স্ট্রেট সেটে হারিয়ে ভারতকে জয় এনে দেন রামকুমার। প্রায় এক ঘন্টার মধ্যে তিন সেটের লড়াইয়ে জয় পান তিনি। প্রথম সিঙ্গলস ম্যাচে জোস স্ট্যাথমকে হারিয়েছিলেন রামকুমার।

Updated By: Feb 5, 2017, 11:01 PM IST
ডেভিস কাপে নিউজিল্যান্ডকে হারিয়ে এশিয়া ওশিনিয়া গ্রুপের দ্বিতীয় রাউন্ডে ভারত

ওয়েব ডেস্ক: ওয়েব ডেস্ক: ডেভিস কাপে নিউজিল্যান্ডকে হারিয়ে এশিয়া ওশিনিয়া গ্রুপের দ্বিতীয় রাউন্ডে ভারত। কিউইদের চার-এক ব্যবধানে হারালেন রামানাথনরা। পরবর্তী রাউন্ডে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেভিস কাপের এশিয়া ওশিনিয়া গ্রুপের টাই জিতল ভারত। টুর্নামেন্টে ভারতের রামকুমার রামানাথনের স্বপ্নের ফর্ম অব্যাহত। ফিরতি সিঙ্গলসের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের ফিন টিয়ার্নিকে স্ট্রেট সেটে হারিয়ে ভারতকে জয় এনে দেন রামকুমার। প্রায় এক ঘন্টার মধ্যে তিন সেটের লড়াইয়ে জয় পান তিনি। প্রথম সিঙ্গলস ম্যাচে জোস স্ট্যাথমকে হারিয়েছিলেন রামকুমার।

আরও পড়ুন বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভালো জায়গায় ভারত এ

এই জয়ের ফলে নিউজিল্যান্ডকে তিন-এক ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌছল ভারত। রামকুমার জিতে যাওয়া ফিরতি সিঙ্গলসের দ্বিতীয় ম্যাচ নিয়মরক্ষার। এশিয়া ওশিনিয়া গ্রুপের দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। এপ্রিলের সাত তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত চলবে ভারত-উজবেকিস্তানের টাই।

আরও পড়ুন  ছয়ে ছয়, ডার্বির আগে টানা ছয় ম্যাচ জিতে দুরন্ত ফর্মে ইস্টবেঙ্গল

 

.