হোয়াইটওয়াশের শোধ ঘূর্ণি পিচেই নিতে চান ধোনিরা

গতবছর দেশের মাটিতে টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। সেই হারের প্রতিশোধ এবার ঘরের মাঠে নিতে চায় ভারতীয় দল। ইতিমধ্যেই ভারতের মাটিতে ঘূর্ণি পিচের জন্য সওয়াল করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁকে সমর্থন করেছেন সতীর্থ বিরাট কোহলিও। নির্বাচকরাও ইংল্যান্ডের সঙ্গে মুম্বইয়ে প্রস্তুতি ম্যাচে ভারতীয় এ দলে কোনও স্পিনার রাখেননি। ইংল্যান্ডকে স্পিন খেলার সুযোগ না দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা।

Updated By: Oct 28, 2012, 07:55 PM IST

গতবছর দেশের মাটিতে টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। সেই হারের প্রতিশোধ এবার ঘরের মাঠে নিতে চায় ভারতীয় দল। ইতিমধ্যেই ভারতের মাটিতে ঘূর্ণি পিচের জন্য সওয়াল করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁকে সমর্থন করেছেন সতীর্থ বিরাট কোহলিও। নির্বাচকরাও ইংল্যান্ডের সঙ্গে মুম্বইয়ে প্রস্তুতি ম্যাচে ভারতীয় এ দলে কোনও স্পিনার রাখেননি। ইংল্যান্ডকে স্পিন খেলার সুযোগ না দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা।
বিরাট কোহলির মতে ভারত যখন ইংল্যান্ড সফরে গিয়েছিল তখন প্রস্তুতি ম্যাচে তাদের ফ্ল্যাট পিচ দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে ভারতও ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেবে না। ধোনিও বলেছেন ইংল্যান্ডে তারা খেলতে গিয়েছিলেন তখন পেস সহায়ক পিচে তাদের খেলতে হয়েছিল। অস্ট্রেলিয়াতেও বাউন্সি পিচ করা হয়েছিল ভারতের জন্য। তাঁর মতে উপমহাদেশের পিচ সবসময় স্পিনারদের জন্য আদর্শ। তাই তারা স্পিন পিচ চেয়ে কোনও ভুল করেননি। কোহলির এই ঘূর্ণি পিচের সমর্থনে নেমেছেন হরভজন সিংও।  

.