শ্রীলঙ্কার পর এবার অস্ট্রেলিয়াকে হারাতে মরিয়া ভারত

মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচে শুরুটা ভাল করলেও ছন্দ ধরে রাখতে না পারায় অসিদের কাছে হারতে হয়েছিল। এজন্য বৃষ্টির পাশাপাশি বোলারদের দায়ী করেছিলেন ধোনি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর দলের ক্রিকেটারদের মনোবল অনেকটাই বেড়েছে। এই মনোবলটাকেই অসিদের বিরুদ্ধে কাজে লাগাতে চান ধোনি।

Updated By: Feb 11, 2012, 10:50 PM IST

মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচে শুরুটা ভাল করলেও ছন্দ ধরে রাখতে না পারায় অসিদের কাছে হারতে হয়েছিল। এজন্য বৃষ্টির পাশাপাশি বোলারদের দায়ী করেছিলেন ধোনি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর দলের ক্রিকেটারদের মনোবল অনেকটাই বেড়েছে। এই মনোবলটাকেই অসিদের বিরুদ্ধে কাজে লাগাতে চান ধোনি।
কোচ ডানকান ফ্লেচার ও অধিনায়ক ধোনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে প্রথম এগারোয় কোন পরিবর্তন আনতে চাইছেন না। একমাত্র পিচের বাউন্সের কথা মাথায় রেখে রাহুল শর্মাকে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বসতে পারেন প্রবীণ কুমার। সেওয়াগকে বিশ্রাম দিয়ে গম্ভীরকে খেলানোর দাবিও তুলেছে দলের একাংশ। ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা থাকলেও অস্ট্রেলিয়া অ্যাডিলেডে দলে দুটি পরিবর্তন করতে চলেছে।মাইক হাসি এবং হিলফেনহাসকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হচ্ছে। তাঁদের জায়গায় পিটার ফরেস্ট ও মিচেল মার্শ এই ম্যাচে খেলবেন।

.