বিরাটের দাবি আরও সিরিয়াস হওয়ার জন্য পুনের হার দরকার ছিল

ঘুরে দাঁড়াতে হারের প্রয়োজন ছিল বলে দাবি বিরাট কোহলির। স্মিথদের কাছে হার থেকে শিক্ষা নিয়ে আত্মসমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেটার । সাফল্যের গ্রাফ সবসময় একভাবে চলে না।তাই পুণে ম্যাচের ফলাফল কোহলিদের কাছে অতীত।তবে স্মিথদের কাছে হার থেকে শিক্ষা নিয়ে আত্মসমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেটার।

Updated By: Mar 4, 2017, 08:26 AM IST
বিরাটের দাবি আরও সিরিয়াস হওয়ার জন্য পুনের হার দরকার ছিল

ওয়েব ডেস্ক: ঘুরে দাঁড়াতে হারের প্রয়োজন ছিল বলে দাবি বিরাট কোহলির। স্মিথদের কাছে হার থেকে শিক্ষা নিয়ে আত্মসমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেটার । সাফল্যের গ্রাফ সবসময় একভাবে চলে না।তাই পুণে ম্যাচের ফলাফল কোহলিদের কাছে অতীত।তবে স্মিথদের কাছে হার থেকে শিক্ষা নিয়ে আত্মসমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেটার।

আরও পড়ুন বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে চাপে ভারত অধিনায়ক বিরাট কেহলি

অনেকটা সময় পাওয়াতে অনুশীলনে নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়েছেন কোহলি ব্রিগেড।ভারত অধিনায়কের দাবি আরও সিরিয়াস হওয়ার জন্য এই হারটি  দরকার ছিল।আর এটাই গার্ডেন সিটিতে মেন ইন ব্লু-দের ঘুরে দাড়ানোর ইউ এস পি।বেঙ্গালুরুর বাইশ গজে দলের  ফরমেশন কি হবে সেই নিয়ে স্পিক টু নট কোহলি । তবে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক।

আরও পড়ুন  বেঙ্গালুরুর জনবহুল রাস্তায় মেয়েকে নিয়ে হাঁটতে বেরোলেন ওয়ার্নার

.