আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবে ভারত
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কার্যনির্বাহী সম্পাদক অমিতাভ ঘোষ এদিন ভারতের আয়ারল্যান্ড সফরের কথা প্রেস বিবৃতি দিয়ে ঘোষণা করেন।
ওয়েব ডেস্ক: জুলাইয়ের ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডে যাবে ভারত। সেখানে আইরিশ ক্রিকেট দলের বিরুদ্ধে ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল। ২৭ এবং ২৯ জুন ডাবলিনে আয়োজিত হবে এই দু'টি টি-টোয়েন্টি ম্যাচ।
আরও পড়ুন- দু'হাতে বল করে বিশ্বকে চমকে দিলেন মেন্ডিস
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে আয়ারল্যান্ডে গিয়েছিল মেন ইন ব্লু। সেখানে বেলফাস্ট ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিরুদ্ধে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ভারত। ওই ম্যাচে ৯ উইকেটে জিতেছিল ভারতীয় দল। এছাড়াও ২০০৯ সালে আইসিসি আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধোনির ভারত মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের। নটিংহামের ওই ম্যাচেও প্রত্যাশিত জয় পেয়েছিল ভারতীয় দল।
আরও পড়ুন- অ্যাসেজে 'মৃত্যু' ইংলিশ ক্রিকেটের, ছাই নিয়ে বিজয় উল্লাস অস্ট্রেলিয়ার
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কার্যনির্বাহী সম্পাদক অমিতাভ ঘোষ এদিন ভারতের আয়ারল্যান্ড সফরের কথা প্রেস বিবৃতি দিয়ে ঘোষণা করেন।