দু'হাতে বল করে বিশ্বকে চমকে দিলেন মেন্ডিস
২০১৮-তে নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দিচ্ছেন এই কামিন্দু মেন্ডিস। উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও শ্রীলঙ্কার দলে ছিলেন এই বিস্ময়বালক।
ওয়েব ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়কে ম্যাকগ্রা বল করছেন ডান হাতে আর সচিন স্ট্রাইকে এলেই হয়ে যাচ্ছেন বাঁ হাতি। অবিশ্বাস্য মনে হচ্ছে তো? যদিও সুইচ হিটের জমানায় অশ্বিনকেও হাত পাল্টে ছয় মেরেছেন ডেভিড ওয়ার্নার। সুইচ হিটে আকাশ ছোঁয়া ছয় মেরে তাক লাগিয়েছেন ইংলিশম্যান কেভিন পিটারসেনও। তবে ২২ গজে প্রতিটা বল ড্রপের আগে হাত 'সুইচ ওভার' করে বল করছেন বোলার, এমন অভূতপুর্ব ঘটনা আগে কখনও দেখেছেন? বলে বলে বদল হচ্ছে গোটা বোলিং অ্যাকশন! বাঁ হাতি ব্যাটসম্যান ব্যাট করলে বোলার ডান হাতে অফ ব্রেক করছেন আর ডান হাতি ব্যাটসম্যানের জন্য সেই বোলারই হাত বদলে হয়ে যাচ্ছেন বাঁ হাতি অফ স্পিনার। আইসিসিস অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দু'হাতে স্পিন করে বিশ্বকে চমকে দিয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস।
আরও পড়ুন- ডনকে ছাপিয়ে বিশ্বসেরা আফগান বালক
১৯ বছর বয়সী এই লঙ্কান স্পিনার একই সঙ্গে 'রাইট-আর্ম অফ ব্রেক' এবং 'স্লো লেফট-আর্ম অর্থডক্স'- দুই রকম ডেলিভারিতেই সাবলীল। ব্যাটেও তাঁকে ভরসাযোগ্য বলে মনে করে শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট। ২০১৮-তে নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দিচ্ছেন এই কামিন্দু মেন্ডিস। উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও শ্রীলঙ্কার দলে ছিলেন এই বিস্ময়বালক।
Have you ever seen anything quite like it?! Kamindu Mendis burst on to the scene at the 2016 #U19CWC as an ambidextrous bowler - will he be one of the #FutureStars in New Zealand? pic.twitter.com/ed5P2OyLYZ
— ICC (@ICC) January 8, 2018
আরও পড়ুন- বৃথা গেল লড়াই, মৃত্যু হল বিরাট ফ্যানের