চেন্নাইতে হলুদ নয়, নীল জার্সিতে চেনা ধোনি, ঝোড়ো ইনিংস পাণ্ডিয়ার

Updated By: Sep 17, 2017, 05:37 PM IST
চেন্নাইতে হলুদ নয়, নীল জার্সিতে চেনা ধোনি, ঝোড়ো ইনিংস পাণ্ডিয়ার

ওয়েব ডেস্ক: চেন্নাইতে ফের ধোনি ঝড়। যদিও সুপার কিংসের সেই চিরাচরিত হলুদ জার্সিতে নয়। বরং, টিম ইন্ডিয়ার নীল জার্সিতে। মূলত, ধোনি ধামাকার জন্যই অস্ট্রেলিয়ার সামনে সিরিজের প্রথম একদিনের ম্যাচে লড়াই করার মতো রান তুলল ভারত। অবশ্যই বলতে হবে হার্দিক পাণ্ডিয়ার কথাও। এদিন চেন্নাইতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু শুরু থেকেই উইকেট পড়তে থাকে ভারতের। শিখর ধাওয়ানের পরিবর্তে ওপেন করতে নামা রাহানে মাত্র ৫ রান করেই আউট হয়ে যান। অন্য ওপেনার রোহিত শর্মার অবদান ২৮ রান।

আরও পড়ুন গ্লাসগোর বদলা, ওকুহারাকে উড়িয়ে কোরিয়া ওপেন চ্যাম্পিয়ন সিন্ধু

অধিনায়ক বিরাট কোহলি চার বল খেলে কোনও রান না করেই আউট হয়ে যান। মণীশ পাণ্ডেও করেন ০। এরপর কেদার যাদব খেলেন ৪০ রানের ইনিংস। মহেন্দ্র সিং খেলেন ৮৮ বলে ৭৯ রানের ইনিংস। আর হার্দিক পাণ্ডিয়া খেলেন মাত্র ৬৬ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস। শেষদিকে ৩০ বলে ৩২ রানের দরকারি ইনিংস খেলেন ভুবনেশ্বর কুমার। ভারত তোলে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন কাল্টারনাইল। দুটো উইকেট পেয়েছেন স্টোইনিস এবং একটি উইকেট নেন জাম্পা।

আরও পড়ুন  দলকে জেতাতে চাই; সেঞ্চুরির কথা মাথায় রাখি না, সাফ জানালেন কোহলি

.