সিডনিতে হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াইয়ে নামছে ধোনিবাহিনী

সিডনিতে হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াইয়ে নামছে ধোনিবাহিনী। পাশাপাশি এই ম্যাচে হারলে আইসিসির একদিনের ক্রম তালিকায় দুই থেকে তিন নম্বরে নেমে যাবে ভারত।  ক্যানবেরাতে জয়ের সুযোগ হাতছাড়া করায় সিরিজে শূণ্য-চারে পিছিয়ে ভারত। দলের মনোবল একেবারে তলানিতে। তার উপর ক্যানবেয়ায় হারের পর ধোনি সরাসরি লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে বোলিংয়ের দগদগে ঘায়ের পাশাপাশি এবার ব্যাটিংয়েও ম্যাচ ফিনিশার নিয়ে চিন্তিত মাহি। এর মধ্যেই সিডনির মেঘলা আবহাওয়া ও বৃষ্টি তাড়া করে বেড়াচ্ছে ভারতীয় দলকে। বৃহস্পতিবারের ভারি বৃষ্টির জেরে মাঠের আউটফিল্ড ভিজে থাকায় অনুশীলন না করে হোটেলে ফিরে যান ধোনিরা। শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচের ওভার সংখ্যা কমতে পারে। এতে আরও চাপে কোহলি-রোহিতরা। সিডনির স্পিন সহায়ক পিচে ঋষি ধাওয়ানকে বসিয়ে দলে নেওয়া হতে পারে আর অশ্বিনকে। দলে ঢুকতে পারেন অক্ষর প্যাটেলও। অজিঙ্কা রাহানে আঙুলের চোটের জন্য খেলবেন না। তার পরিবর্তে দলে আসবেন মনীশ পান্ডে। উল্টোদিকে অস্ট্রেলিয়া সিডনিতে ভারতকে হারিয়ে ঘরের মাঠে টানা উনিশ ম্যাচে জয়ের নজির গড়তে মরিয়া।

Updated By: Jan 22, 2016, 10:39 PM IST
 সিডনিতে হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াইয়ে নামছে ধোনিবাহিনী

ওয়েব ডেস্ক: সিডনিতে হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াইয়ে নামছে ধোনিবাহিনী। পাশাপাশি এই ম্যাচে হারলে আইসিসির একদিনের ক্রম তালিকায় দুই থেকে তিন নম্বরে নেমে যাবে ভারত।  ক্যানবেরাতে জয়ের সুযোগ হাতছাড়া করায় সিরিজে শূণ্য-চারে পিছিয়ে ভারত। দলের মনোবল একেবারে তলানিতে। তার উপর ক্যানবেয়ায় হারের পর ধোনি সরাসরি লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে বোলিংয়ের দগদগে ঘায়ের পাশাপাশি এবার ব্যাটিংয়েও ম্যাচ ফিনিশার নিয়ে চিন্তিত মাহি। এর মধ্যেই সিডনির মেঘলা আবহাওয়া ও বৃষ্টি তাড়া করে বেড়াচ্ছে ভারতীয় দলকে। বৃহস্পতিবারের ভারি বৃষ্টির জেরে মাঠের আউটফিল্ড ভিজে থাকায় অনুশীলন না করে হোটেলে ফিরে যান ধোনিরা। শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচের ওভার সংখ্যা কমতে পারে। এতে আরও চাপে কোহলি-রোহিতরা। সিডনির স্পিন সহায়ক পিচে ঋষি ধাওয়ানকে বসিয়ে দলে নেওয়া হতে পারে আর অশ্বিনকে। দলে ঢুকতে পারেন অক্ষর প্যাটেলও। অজিঙ্কা রাহানে আঙুলের চোটের জন্য খেলবেন না। তার পরিবর্তে দলে আসবেন মনীশ পান্ডে। উল্টোদিকে অস্ট্রেলিয়া সিডনিতে ভারতকে হারিয়ে ঘরের মাঠে টানা উনিশ ম্যাচে জয়ের নজির গড়তে মরিয়া।

 

.