ওয়াঘা সীমান্তের উত্তাপ এবার ২২ গজে,অ্যাডিলেডে ভারত -পাক মহারণ

রবিবার অ্যাডিলেডে বিশ্বকাপ অভিযানে নামছে গতবারের চ্যাম্পিয়ন ভারত।

Updated By: Feb 14, 2015, 09:10 PM IST
ওয়াঘা সীমান্তের উত্তাপ এবার ২২ গজে,অ্যাডিলেডে ভারত -পাক মহারণ

ওয়েব ডেস্ক: রবিবার অ্যাডিলেডে বিশ্বকাপ অভিযানে নামছে গতবারের চ্যাম্পিয়ন ভারত।

প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি মহেন্দ্র সিং ধোনিরা। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখাই লক্ষ্য ধোনিবাহিনীর। উল্টোদিকে হারের ট্র্যাডিশন বদলে দিতে

মরিয়া পাকিস্তান।

ওয়াঘা সীমান্তের যাবতীয় উত্তাপ থেকে চোখ সরিয়ে ভারত-পাক সমর্থকদের চোখ এই মূহুর্তে অ্যাডিলেডে।

রাত পোহালেই বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিশ্বকাপের ট্র্যাডিশন ধরে রেখে পাকিস্তানকে কী ফের হারাতে পারবে ভারত? লাখ টাকার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজেদের

অস্ত্রে শান দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনিরা। উপমহাদেশের পিচের সঙ্গে সাদৃশ্য থাকায় অ্যাডিলেডে দুই স্পিনারে খেলার ভাবনা রয়েছে ধোনির মাথায়। আর অশ্বিনের সঙ্গে স্পিনার অলরান্ডার রবীন্দ্র

জাদেজাকে খেলানোর পরিকল্পনা নিয়েছে ভারত। সেক্ষেত্রে অলরাউন্ডার স্টুয়ার্ট বিনিকে বাইরে থাকতে হচ্ছে।  ফিটনেসের জন্য  ভুবনেশ্বর কুমার এই ম্যাচে অনিশ্চিত।

ভারতীয় পেস ব্রিগেডে থাকছেন উমেশ যাদব,মোহিত শর্মা ও সামি। ছয় জন ব্যাটসম্যান হতে চলেছেন রোহিত শর্মা,ধাওয়ান,কোহলি,রাহানে,রায়না ও ধোনি।

উল্টোদিকে পাকিস্তান দল বিশ্বকাপে ভারতের কাছে হারের ট্র্যাডিশন থেকে বেরোতে মরিয়া। পাক দলকে চাঙ্গা করতে নেমে পড়েছেন মিসবা উল হক, আফ্রিদি,ওয়াকার ইউনিসরা। বোলিং কোচ

ওয়াকার ইউনিস ইমরান খানের উদাহরণ দিয়ে দলকে উদ্দীপ্ত করছেন। ওয়াকারের ভোকাল টনিকে চাঙ্গা সোহেল খান তো বলেই বসেছেন ভারতের বিরুদ্ধে শতরান করে দলকে জেতাতে চান।

ভারতকে হারানোর ব্যাপারে এককাট্টা ইউনিস খান,মহম্মদ ইরফান, আফ্রিদিরা। সবমিলিয়ে অ্যাডিলেড ওভালের বাইশ গজে রীতিমত ভারত-পাক যুদ্ধের আবহাওয়া।

.