তৃতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে ইনিংসে হার বাঁচাতে লড়ছে দক্ষিণ আফ্রিকা

চা পানে বিরতি পর্যন্ত স্কোরবোর্ডে মাত্র ২৬ রান যোগ করতে গিয়ে প্যাভিনিয়নে ফিরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার চার ব্যাটসম্যান।

Updated By: Oct 21, 2019, 03:12 PM IST
তৃতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে ইনিংসে হার বাঁচাতে লড়ছে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদন: তৃতীয় টেস্টেও টিম ইন্ডিয়ার দাপটে কোণঠাশা প্রোটিয়াবাহিনী। সোমবার টেস্টের তৃতীয় দিনেই দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করাতে নামালো বিরাট কোহলির দল। এ দিন মধ্যাহ্নভোজের পরই ১৬২ রানে শেষ হয়ে যায় ডু’প্লেসিদের প্রথম ইনিংস। ফলে ৩৩৫ রানে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয়।

রাঁচিতে তৃতীয় টেস্টে রোহিত শর্মার দ্বিশতরান এবং অজিঙ্কে রাহানের শতরানের দৌলতে ৯ উইকেটে ৪৯৭ রান তুলে ইনিংশ ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেন কোহলি। ৪৯৭ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়াবাহিনী। রবিবার দিনের শেষে মাত্র ৯ রানে ২ উইকেট খুইয়ে বসে ডু’প্লেসিরা। মহম্মদ শামি আর উমেশ যাদব প্যাভিনিয়নে ফেরত পাঠান ডিন এলগার, কুইন্টটন ডি’কককে।

সোমবার দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে ফের ধাক্কা দেন উমেশ যাদব। প্রোটিয়া অধিনায়ক ডু’প্লেসিকে ব্যক্তিগত ১ রানের মাথায় প্যাভিনিয়নে ফেরত পাঠান উমেশ যাদব। চতুর্থ উইকেটে জুবের হামজা আর তেম্বা বাভুমার ৯১ রানের জুটিতে ভর করে লড়াইয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা তখনই রবীন্দ্র জাদেজার বলে অস্বস্তি বাড়ে দুই ব্যাটসম্যানের। এর পরই ব্যক্তিগত ৬২ রানে জাদেজার বলেই বোল্ড হন জুবের হামজা। এর পরই তেম্বা বাভুমাকে প্যাভিনিয়নে ফেরান শাহবাজ নাদিম। সোমবার টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ১২৯ রান। মধ্যাহ্নভোজের বিরতির পর মাত্র ৩৩ রানে বাকি চারটি উইকেট খুইয়ে ১৬২ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।

আরও পড়ুন: ওহ্ হিটম্যান! রাঁচিতে ছক্কা মেরেই ডাবল সেঞ্চুরি রোহিত শর্মার

ফলো-অন-এ ব্যাটিং করতে নেমেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয় অব্যহত। চা পানে বিরতি পর্যন্ত স্কোরবোর্ডে মাত্র ২৬ রান যোগ করতে গিয়ে প্যাভিনিয়নে ফিরেগিয়েছেন দক্ষিণ আফ্রিকার চার ব্যাটসম্যান। মহম্মদ শামি আর উমেশ যাদবের পেস আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রোটিয়াবাহিনী।

.