ওহ্ হিটম্যান! রাঁচিতে ছক্কা মেরেই ডাবল সেঞ্চুরি রোহিত শর্মার

 ২১২ রানে আউট হয়েছেন রোহিত।

Updated By: Oct 20, 2019, 12:48 PM IST
ওহ্ হিটম্যান! রাঁচিতে ছক্কা মেরেই ডাবল সেঞ্চুরি রোহিত শর্মার

নিজস্ব প্রতিবেদন :  যেন পুনঃসম্প্রচার চলছিল। ছক্কা মেরে সেঞ্চুরি করেছিলেন। ফের ছক্কা মেরেই ডাবল সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। বিশাখাপত্তম টেস্টে দুই ইনিংসে পর পর সেঞ্চুরি (১৭৬ ও ১২৭ রান) করেছিলেন রোহিত শর্মা। টেস্টে প্রথমবার ওপেনিং করতে নেমেছেন তিনি। আর প্রথমবারেই বাজিমাত। টেস্টে ভারতীয় দলের ওপেনিং নিয়ে সমস্যা মিটিয়ে দিলেন হিটম্যান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে বিধ্বংসী ফর্মে রয়েছেন রোহিত। রাঁচিতেও হিটম্যানের শাসন চলছে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন অজিঙ্ক রাহানেও। ১১৫ রান করলেন তিনি। বিরাট কোহলি প্রথম ইনিংসে বড় রানের দেখা পেলেন না। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। ওপেনার মায়াঙ্ক আগরওয়াল রান পাননি। কিন্তু রোহিত শর্মা দলকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দিয়েছেন। টেস্ট স্পেশালিস্ট পুজারার এই সিরিজ ভাল যাচ্ছে না। রাঁচিতেও তিনি বড় রান করতে ব্যর্থ।

আরও পড়ুন-  অধিনায়ক ছাঁটাই, সতীর্থরা আনন্দে নাচছেন! পিসিবির ভুলে পাকিস্তানে হাসাহাসি

হিটম্যানের দাপটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারত ৩৭৫/৫। ২১২ রানে আউট হয়েছেন রোহিত। জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি ছক্কা মেরেই করলেন রোহিত। সেঞ্চুরিও করেছিলেন ছক্কা মেরে। একইসঙ্গে একটি টেস্ট সিরিজে সর্বাধির ছক্কা মারার রেকর্ড করে ফেললেন হিটম্যান। রাঁচিতে প্রথম ইনিংসে ২৮টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি মারলেন রোহিত। রবিবার প্রথম সেশন-এই ডাবল সেঞ্চুরির দেখা পেলেন রোহিত। সকালে ড্রিঙ্কসের আগে কেরিয়ারের ১১ নম্বর সেঞ্চুরি করে ফেলেছিলেন রাহানে। প্রায় তিন বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন রাহানে। রোহিত-রাহানে জুটি ২৬৭ রান যোগ করেছে স্কোরবোর্ডে। তৃতীয় টেস্টের প্রথম দিন ২২৪ রানে শেষ করেছিল ভারতীয় দল। দ্বিতীয় দিনের শুরু থেকেই কিছুটা দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করতে থাকেন ভারতীয় ব্যাটসম্যানরা। পুণে টেস্টে রান পাননি। রাঁচিতে সেই আক্ষেপ পুষিয়ে নিলেন হিটম্যান। 

.