WATCH | India vs West Indies 2022: ত্রিনিদাদে তুমুল বৃষ্টি! প্রথম ওয়ানডে-র আগে ধাওয়ানরা ছুটলেন ইন্ডোরে

এই ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে তাঁর ওপেনিং পার্টনার ধাওয়ানের হাতে।

Updated By: Jul 21, 2022, 01:21 PM IST
WATCH | India vs West Indies 2022: ত্রিনিদাদে তুমুল বৃষ্টি! প্রথম ওয়ানডে-র আগে ধাওয়ানরা ছুটলেন ইন্ডোরে
বৃষ্টিস্নাত ত্রিনিদাদে ধাওয়ানদের অনুশীলন ইন্ডোরে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ত্রিনিদাদে তুমুল বৃষ্টি! মাঠে নেমে অনুশীলনই করতে পারল না শিখর ধাওয়ান (Shikhar Dhawan) অ্যান্ড কোং। বাধ্য হয়েই রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) শিষ্যরা ছুটলেন কুইন্স পার্ক ক্রিকেট ক্লাবের ইন্ডোরে। চার দেওয়ালের মধ্যেই চলল ব্যাটিং-বোলিং। বৃহস্পতিবার সকালে বিসিসিআই (BCCI) সেই ভিডিয়ো শেয়ার করেছে । আগামিকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। নিকোলাস পুরানদের বিরুদ্ধে নামার আগে ধাওয়ানরা প্রস্তুতি সেরে নিলেন। 

এই ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে তাঁর ওপেনিং পার্টনার ধাওয়ানের হাতে। ওয়ানডে না খেললেও রোহিত ফিরবেন কুড়ি ওভারের ফরম্যাটে। অন্যদিকে বিরাট কোহলি ফের বিশ্রামে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও ফরম্যাটেই খেলছেন না। ওয়ানডে-তে নেই হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থও। ক্যারিবিয়ান সফরে ভারতের দুই পেস তারকা-মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাও রয়েছেন বিশ্রামে। পুরানদের বিরুদ্ধে খেলতে গতকালই ইংল্যান্ড থেকে ত্রিনিদাদে চলে এসেছিলেন ধাওয়ানরা। 

দেখে নেওয়া যাক ভারত-উইন্ডিজ তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সূচি ও ভেন্যু: 

প্রথম ওয়ানডে, ২২ জুলাই (শুক্রবার): কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
দ্বিতীয় ওয়ানডে, ২৪ জুলাই (রবিবার):  কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
তৃতীয় ওয়ানডে, ২৭ জুলাই (বুধবার):    কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ

ওয়ানডে ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে
 
ভারতের ওয়ানডে দল:
শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব,শ্রেয়স আইয়ার, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ঈশান কিশান, সঞ্জু স্যামসন, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: নিকোলস পুরান (অধিনায়ক), শামারা ব্রুকস, ব্র্যান্ডন কিং, রোভম্যান পাওয়েল, কিসি কার্টি, কাইল মায়ার্স, জেসন হোল্ডার, গুডাকেশ মোতি, কেমো পল, শেই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, জয়ডেন সিলস।

আরও পড়ুন: Cheteshwar Pujara: লর্ডসে দ্বিশতরান, থামছেন না 'রান মেশিন' পূজারা

আরও পড়ুনRavi Shastri : কেন দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ কমানোর দাবি করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.