ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে ৩-১ ফলে একদিনের সিরিজ জিতলেন কোহলিরা

চতুর্থ ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে ৩-১ ফলে একদিনের সিরিজ জিতলেন কোহলিরা। দুর্দান্ত শতরান করে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক বিরাট কোহলি। ১১১ রানে অপরাজিত থাকেন তিনি। হাফসেঞ্চুরি করেন দীনেশ কার্তিক। আগাগোড়া ভাল পারফর্মেন্স করে ম্যান অফ দ্য সিরিজ হন রাহানে।

Updated By: Jul 7, 2017, 08:46 AM IST
ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে ৩-১ ফলে একদিনের সিরিজ জিতলেন কোহলিরা

ওয়েব ডেস্ক: চতুর্থ ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে ৩-১ ফলে একদিনের সিরিজ জিতলেন কোহলিরা। দুর্দান্ত শতরান করে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক বিরাট কোহলি। ১১১ রানে অপরাজিত থাকেন তিনি। হাফসেঞ্চুরি করেন দীনেশ কার্তিক। আগাগোড়া ভাল পারফর্মেন্স করে ম্যান অফ দ্য সিরিজ হন রাহানে।

আরও পড়ুন ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরাদের তালিকায় নেই কোনও ভারতীয়!

এদিন টসে জিতে প্রথমে ব্যটিং নেন ক্যারিবিয়ানরা। কিন্তু মাত্র ২০৫ রানেই শেষ হয়ে যায় হোল্ডারদের কারিকুরি। ৪ উইকেট নেন মহম্মদ সামি। জবাবে ব্যাট করতে নেমে বেশ কয়েক ওভার বাকি থাকতেই টার্গেটে পৌছে যায় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন  নতুন কোচ হওয়ার জন্য রবি শাস্ত্রীকেই এগিয়ে রাখছেন সুনীল গাভাসকর

.