একদিনের সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া; আজও পোর্ট অফ স্পেনে বৃষ্টির পূর্বাভাস

আজকের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে একদিনের সিরিজ জিতে নেবে কোহলি অ্যান্ড কোম্পানি  

Updated By: Aug 14, 2019, 06:57 AM IST
একদিনের সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া; আজও পোর্ট অফ স্পেনে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি সিরিজের পর এবার একদিনের সিরিজ জয়ের লক্ষ্যে আজ পোর্ট অব স্পেনে তৃতীয় তথা শেষ এদিনের ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। শিখর ধাওয়ানের ফর্ম চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। সেই সঙ্গে আজও পোর্ট অফ স্পেনে বৃষ্টির ভ্রুকূটি রয়েছে।

বিরাট কোহলির শতরান, শ্রেয়স আইয়ারের নজরকাড়া পারফরম্যান্স, ভুবনেশ্বর কুমারের দুরন্ত বোলিং- এই তিন ফ্যাক্টরের মিশেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। বুধবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি দুই দল। তৃতীয় একদিনের ম্যাচে নামার আগে বেশ কিছু সমস্যা ভাবাচ্ছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে। চোট সারিয়ে দলে ফিরে এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি শিখর ধাওয়ানকে। তাই ধাওয়ানের পরিবর্তে ওপেনিংয়ে লোকেশ রাহুলকে দেখা যেতেই পারে আজ। মিডল অর্ডারে ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখাতে হবে শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থকে। কারণ দুজনকেই লম্বা রেসের ঘোড়া ভাবা হচ্ছে। পন্থের ফর্ম নিয়ে তাই দুশ্চিন্তা থাকছেই। আগের ম্যাচে সুযোগ পেয়েও নজর কাড়তে পারেননি খলিল আহমেদ। তৃতীয় একদিনের ম্যাচে বাঁ হাতি পেসারের জায়গায় দেখা যেতে পারে নভদীপ সাইনি কিংবা দীপক চাহারকে।

আরও পড়ুন - তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের সঙ্গে জলকেলিতে মাতলেন শিখর-শ্রেয়সরা

অন্যদিকে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর একদিনের সিরিজে সমতা ফেরাতে মরিয়া উইন্ডিজ শিবির। ঘরের মাঠে আজ তাই সম্মান রক্ষার লড়াই ক্যারিবিয়ানদের। একদিনের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাধা ছিল। আজ ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পোর্ট অফ স্পেনে। তাই আজকের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে একদিনের সিরিজ জিতে নেবে কোহলি অ্যান্ড কোম্পানি। 

 

.