ধোনি, পাণ্ডিয়া, চাহালের দাপটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুর্দান্ত জয় ভারতের

Updated By: Sep 17, 2017, 10:27 PM IST
ধোনি, পাণ্ডিয়া, চাহালের দাপটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুর্দান্ত জয় ভারতের

ওয়েব ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সিরিজের প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৬ রানে হারিয়ে দিল ভারত। এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান তোলে বিরাট কোহলির ভারত। যদিও বৃষ্টির জন্য অস্ট্রেলিয়ার ইনিংসের ওভার কমে যায়। জেতার জন্য অজিদের লক্ষ্য দাঁড়ায় ২১ ওভারে ১৬৪। পাণ্ডিয়া, চাহাল, কূলদীপদের বোলিংয়ের দাপটে তার থেকে অনেক আগেই থেমে যায় ক্যাঙারুদের ইনিংস। শেষপর্যন্ত ২১ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান তোলে স্টিভেন স্মিথের দল। তাদের হয়ে সবথেকে বেশি রান করেন ম্যাক্সওয়েল। তিনি খেলেন ১৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস। ওয়ার্নার করেন ২৫ রান। ফকনার করেন অপরাজিত ৩২ রান। ব্যাটের মতোই বল হাতেও সফল হার্দিক পাণ্ডিয়া। নিয়েছেন দুই উইকেট। দুই উইকেট পেয়েছেন কূলদীপ যাদবও। আর তিনটে উইকেট পেয়েছেন চাহাল। ভুবনেশ্বর কুমার এবং বুমরাহ নেন একটি করে উইকেট।

আরও পড়ুন গ্লাসগোর বদলা, ওকুহারাকে উড়িয়ে কোরিয়া ওপেন চ্যাম্পিয়ন সিন্ধু

তার আগে রবিবার, চেন্নাইতে ফের ধোনি ঝড় উঠল ম্যাচের প্রথমার্ধে। যদিও সুপার কিংসের সেই চিরাচরিত হলুদ জার্সিতে নয়। বরং, টিম ইন্ডিয়ার নীল জার্সিতে। এবং, এটা ধোনির মতো ঝোড়ো ইনিংস নয়। বরং, অনকে সমঝে একটা প্রয়োজনীয় ইনিংস খেলা দলের জন্য। মূলত, ধোনির জন্যই অস্ট্রেলিয়ার সামনে সিরিজের প্রথম একদিনের ম্যাচে লড়াই করার মতো রান তুলেছিল ভারত। অবশ্যই বলতে হবে হার্দিক পাণ্ডিয়ার কথাও। এদিন চেন্নাইতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু শুরু থেকেই উইকেট পড়তে থাকে ভারতের। শিখর ধাওয়ানের পরিবর্তে ওপেন করতে নামা রাহানে মাত্র ৫ রান করেই আউট হয়ে যান। অন্য ওপেনার রোহিত শর্মার অবদান ২৮ রান।অধিনায়ক বিরাট কোহলি চার বল খেলে কোনও রান না করেই আউট হয়ে যান। মণীশ পাণ্ডেও করেন ০। এরপর কেদার যাদব খেলেন ৪০ রানের ইনিংস। শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি খেলেন ৮৮ বলে ৭৯ রানের ইনিংস। আর হার্দিক পাণ্ডিয়া খেলেন মাত্র ৬৬ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস। শেষদিকে ৩০ বলে ৩২ রানের দরকারি ইনিংস খেলেন ভুবনেশ্বর কুমার। ভারত তোলে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন কাল্টারনাইল। দুটো উইকেট পেয়েছেন স্টোইনিস এবং একটি উইকেট নেন জাম্পা।

আরও পড়ুন  দলকে জেতাতে চাই; সেঞ্চুরির কথা মাথায় রাখি না, সাফ জানালেন কোহলি

.