কোটলায় ৩-০, কোহলির ভারতের সামনে বিরাট লজ্জায় পড়ে দেশে ফিরছে এক নম্বর দক্ষিণ আফ্রিকা
দিল্লি টেস্টে এত চেষ্টা করেও হার বাঁচাতে পারল না দক্ষিণ আফ্রিকা। বরং, হার বেশ লজ্জারই। কারণ, গান্ধী-ম্যান্ডেলা সিরিজের শেষ টেস্টে ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারাল 'মাত্র' ৩৩৭ রানে!
ওয়েব ডেস্ক: দিল্লি টেস্টে এত চেষ্টা করেও হার বাঁচাতে পারল না দক্ষিণ আফ্রিকা। বরং, হার বেশ লজ্জারই। কারণ, গান্ধী-ম্যান্ডেলা সিরিজের শেষ টেস্টে ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারাল 'মাত্র' ৩৩৭ রানে!
প্রথম ইনিংসের ১২১ রানের মতোই দ্বিতীয় ইনিংসেও প্রোটিওরা গুটিয়ে গেল মাত্র ১৪০ রানে।শুধু প্রথম ইনিংসে ১২১ তুলতে দক্ষিণ আফ্রিকা খেলেছিল মাত্র ৪৯.৩ ওভার। আর দ্বিতীয় ইনিংসে প্রায় সমপরিমাণ রান তুলতেই দক্ষিণ আফ্রিকা খেলল ১৪৩.১ ওভার!
প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন অশ্বিন। আর দ্বিতীয় ইনিংসে পাল্লা দিয়ে ৫ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। দুটো উইকেট পেলেন জাদেজা এবং তিনটে উইকেট উমেশ যাদবের।
আগের দিন ৭২ ওভারে মাত্র ৭২ করেছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে প্রোটিওরা ৭২ রানে ২ উইকেট হাতে নিয়ে খেলতে নেমেছিল। হাসিম আমলা অপরাজিত ছিলেন ২৩ রান করে। আর এবি ডিভিলায়ার্স অপরাজিত ছিলেন ১১ রান করে।
চতুর্থ দিনে আমলাকে প্যাভিলিয়নে পাঠিয়ে প্রথম ঝটকাটা দেন রবীন্দ্র জাদেজা। আমলা ২৫ রান করেন ২৮৮ বল খেলে। এবি ডিভিলিয়ার্সও কম যাননি মন্থর ব্যাটিং করতে। ৪৩ রান করতে বিশ্বের সবথেকে মারকুটে ব্যাটসম্যান নেন ৩৪৫ টি বল! ডুমিনি অবশ্য খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। ভিয়াস করেন ১৩। অ্যাবট (০), পিয়েট (১), মর্কেল (২) লোয়ার অর্ডারে কেউই রান পাননি।
দক্ষিণ আফ্রিকার এক নম্বরের অহংয়ে বড় সড় ধাক্কা দিল ভারত। আরও ভাল করে বললে, বিরাট কোহলির ভারত। আর নিজেরা উঠে এল টেস্টের টেবলে দু নম্বরে।