আইপিএলেও খেলব না, অবসর ঘোষণা করে মন্তব্য নেহরার

Updated By: Oct 12, 2017, 04:07 PM IST
আইপিএলেও খেলব না, অবসর ঘোষণা করে মন্তব্য নেহরার

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন টিম ইন্ডিয়ার পেসার আশিস নেহরা। আগামী ১ নভেম্বর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দিল্লিতে টি ২০ ম্যাচ খেলার পরই তিনি ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন।

সম্প্রতি হায়দরাবাদে সাংবাদিকদের নেহরা বলেন, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে অবসরের ব্যাপারে কথা বলেছি। দেশের মাটিতে খেলে অবসর নেওয়ার এই সু‌যোগ হাতছাড়া করতে চাই না। অবসর ‌যখন নিচ্ছি তখন আইপিএলেও খেলব না।

১৯৯৯ সালে টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়ার্ডে সু‌যোগ পান নেহরা। তবে তাঁর সাফল্য ৫০ ওভারের একদিনের ফর্ম্যাটে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে রানারস আপ হয় ভারত। ওই টুর্নামেন্টে ইংল্যান্ডের সঙ্গে একটি ম্যাচে ২৩ রানে ৬ উইকেট দখল করেন নেহরা।  বিশ্বকাপে এখনও প‌র্যন্ত এটাই কোনও ভারতীয় বোলারের সেরা পারফরমেন্স।

আরও পড়ুন-বাঁধ থেকে ছাড়া জলে দক্ষিণের ৫ জেলায় ব্যহত জনজীবন

সম্ভাবনা থাকলেও হাঁটু ও শিরদাঁড়ার চোটের কারণে ৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হয় ভারতের এই স্পিডস্টারকে। পরে আইপিএলে মাঠে ফেরেন নেহরা। ২০১৪ সালে তাঁকে কিনে নেয় চেন্নাই সুাপর কিংস।

আরও পড়ুন-বিজেপির প্রতিবাদে 'রাহুল গান্ধীকে পরানো হল শাড়ি-ব্লাউজ'

 

   

 

.