IPL 2021: চেন্নাইয়ের পিচ 'আবর্জনা'! বললেন Ben Stokes, 'আতঙ্ক' আখ্যা দিলেন Brett Lee

আসামীর কাঠগড়ায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম 

Updated By: Apr 24, 2021, 08:30 PM IST
IPL 2021: চেন্নাইয়ের পিচ 'আবর্জনা'! বললেন Ben Stokes, 'আতঙ্ক' আখ্যা দিলেন Brett Lee

নিজস্ব প্রতিবেদন: আসামীর কাঠগড়ায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম (MA Chidambaram Stadium)! চিপকের মন্থর পিচকে এবার তুলোধোনা করলেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes) ও প্রাক্তন অজি কিংবদন্তি ফাস্ট বোলার ব্রেট লি (Brett Lee)৷ 

গত শুক্রবার চিপকে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সঙ্গে পঞ্জাব কিংসের (Punjab Kings) ম্যাচ ছিল৷ প্রথমে ব্যাট করে মুম্বই মাত্র ১৩১ রান তুলতে পেরেছিল৷ জবাবে পঞ্জাব জিতে যায় ৯ উইকেটে৷ এই নিয়ে চলতি মরসুমে ৯টি ম্যাচ হলো আইপিএলে৷ মাত্র দু'বারই প্রথমে ব্যাট করা দল ১৭০-এর ওপর রান করতে পেরেছে৷

আরও পড়ুন: IPL 2021: Krunal Pandya র মাঠের আচরণ মানতে পারলেন না ফ্যানেরা! ধুয়ে দিল টুইটার

আঙুল ভেঙে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রাজস্থান রয়্যালসের স্টোকস৷ মাত্র একটি ম্যাচই খেলেছেন তিনি৷ কিন্তু দেশে ফিরে গিয়েও তাঁর চোখ আছে আইপিএলে৷ নিয়মিত খেলার খোঁজখবর রাখেন তিনি৷ স্টোকস চেন্নাইয়ের পিচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন টুইটারে৷ তিনি লিখলেন, "আশা করি আইপিএল আরও যত এগোবে পিচ তত খারাপ হবে না৷ কম করে ১৬০-১৭০ রান ওঠার জায়গায় উঠছে ১৩০-১৪০৷ কারণ এই উইকেট আবর্জনা৷" 

অন্যদিকে লি বলছেন, "আমি এই ক্রিকেট উইকেট দেখে আঁতকে উঠেছি৷ সত্যি বলতে একজন ব্যাটসম্যানের পক্ষে ছন্দ খুঁজে পাওয়া খুবই কঠিন৷ এমনকি বোলারদের জন্যও একই অবস্থা৷ বল সুইং করছে না৷ এটা কোনও ভাবেই ভাল উইকেট নয়৷” 

 

.