IPL 2022: Sanju Samson-এর পাশে দাঁড়িয়ে ওয়াইড বলে রিভিউ চালুর দাবি জানালেন একাধিক প্রাক্তন

ফের একবার স্ক্যানারের নীচে এসেছে আইপিএলের হতশ্রী আম্পায়ারিং। আম্পায়ার নীতিন পণ্ডিত একাধিক ওয়াইড দেন। যা নিঃসন্দেহে বিতর্কিত।

Updated By: May 4, 2022, 02:10 PM IST
IPL 2022: Sanju Samson-এর পাশে দাঁড়িয়ে ওয়াইড বলে রিভিউ চালুর দাবি জানালেন একাধিক প্রাক্তন
আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ সঞ্জু স্যামসন। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল-এ (IPL 2022) আম্পায়ারের ‘ওয়াইড’ বা ‘নো বল’ (Wide ball controversy) বলের সিদ্ধান্তকে ঘিরে মাঝে মাঝেই ঝামেলা লেগে যাচ্ছে। প্রকাশ্যেই ক্ষোভ দেখাচ্ছেন ক্রিকেটাররা। সেটা দেখার পর ড্যানিয়েল ভেত্তোরি (Daniel Vettori) -ইমরান তাহিরদের (Imran Tahir) মনে হচ্ছে, ‘ওয়াইড’ এবং ‘হাই নো বলে’র ক্ষেত্রেও দলগুলোকে রিভিউ নেওয়ার অনুমতি দেওয়া উচিত। ফলে এই ইস্যুতে দুই প্রাক্তনকে পাশে পেয়ে গেলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)।

দিন কয়কে আগে এক ‘হাই নো বল’কে কেন্দ্র করে তুলকালাম ঘটিয়ে দেন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থ (Rishbah Pant)। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষিপ্ত পন্থ মাঠ থেকে টিম তুলে নিতে যান। গত ৩ মে কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের (KKR vs RR) ম্যাচে আবার আম্পায়ারের ‘ওয়াইডে’র সিদ্ধান্তকে নিয়ে ক্ষোভ দেখান রাজস্থানের অধিনায়ক সঞ্জু। কেকেআর ইনিংসের শেষ দিকে প্রসিদ্ধ কৃষ্ণার ওভারে তিনটে ওয়াইড দেন আম্পায়ার নীতিন পণ্ডিত। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ সঞ্জু প্রতিবাদে রিভিউ চেয়ে বসেন।

পরে খেলা শেষে নিউজিল্যান্ডের (New Zealand) কিংবদন্তি বাঁহাতি স্পিনার ভেত্তোরি বলেন, “ক্রিকেটারদের ওয়াইডের ক্ষেত্রেও রিভিউ নিতে দেওয়া উচিত। অনেক ক্ষেত্রেই আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দিচ্ছেন। সেই সব ভুল শুধরে দেওয়ার অধিকার থাকা উচিত ক্রিকেটারদের। আমি চাই এটা হোক। কারণ ক্রিকেটাররাও খুব ভাল সিদ্ধান্ত নিতে পারবেন।” দক্ষিণ আফ্রিকার (South Africa) লেগ স্পিনার ইমরান তাহিরেরও একই মত। তিনি বলেছেন, ‘‌‘ওয়াইড বা হাই নো বলের ক্ষেত্রে রিভিউ নিতে দেওয়া হোক।’’

কয়েক মাস আগেই এমসিসি (MCC) ওয়াইডের নিয়মে বদল এনেছে। নতুন নিয়মে বলা হয়েছে কোনও ব্যাটার বোলারের রান-আপ শুরু হওয়ার পর পপিং ক্রিজে নড়াচড়া করলে, তাঁর সর্বশেষ অবস্থানের উপর ভর করে ওয়াইডের সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আইপিএল-এ অনেক ক্ষেত্রে এই নিয়ম আম্পায়ারা মানছেন না বলে অভিযোগ উঠছে। এই বিতর্ক চূড়ান্ত রূপ নিয়েছিল কেকেআর বনাম রাজস্থান ম্যাচে।

আরও পড়ুন: Liam Livingstone, IPL 2022: Shami-কে ১১৭ মিটারের বিশাল ছক্কা মারলেন ব্রিটিশ ব্যাটার, হতবাক Mayank, Rashid Khan

আরও পড়ুন: Liam Livingstone, IPL 2022: ৬,৬,৬,৪,২,৪, এক ওভারে ২৮ রান! Mohammed Shami-কে উড়িয়ে দিলেন Punjab-এর ব্যাটার, ভিডিও ভাইরাল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.