IPL 2022: MS Dhoni-র কাছ থেকে কোন গুণ রপ্ত করেছেন Faf du Plessis? জানালেন নিজেই

এ বারের আইপিএল শুরু হওয়ার আগে মেগা নিলামে সাত কোটি টাকার বিনিময়ে আএরসিবি-তে এসেছেন ফাফ। বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার পর তাঁর হাতে ব্যাটন তুলে দিয়েছে এই ফ্রাঞ্চাইজি।   

Updated By: Mar 25, 2022, 03:21 PM IST
IPL 2022: MS Dhoni-র কাছ থেকে কোন গুণ রপ্ত করেছেন Faf du Plessis? জানালেন নিজেই
মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার জন্য ধন্য ফাফ। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: দল বদলেছেন। তবে প্রাক্তন অধিনায়ককে মোটেও ভুলে যাননি ফাফ ডু প্লেসিস (Faf du Plessis)। চেন্নাই সুপার কিংস-এ (Chennai Super Kings) থাকার সময় মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে খেলছেন। জিতেছেন ক্রোড়পতি লিগ। খুব কাছ থেকে দেখেছেন 'ক্যাপ্টেন কুল'কে। তাই নিজেকে ভাগ্যবান মনে করছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। সেটা অকপটে জানিয়ে দিলেন  তিনি। 

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। এর পরেই শুরু হবে পঞ্চদশ আইপিএল (IPL 2022)। ইতিমধ্যেই দলের দায়িত্ব ছেড়েছেন ধোনি। ব্যাটন তুলে দিয়েছেন রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) হাতে। এহেন ধোনি সম্পর্কে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) নতুন অধিনায়ক ফাফ বলছিলেন, "আমি ক্রিকেট কেরিয়ারে বেশ কয়েকজন ভাল নেতার অধীনে খেলেছি। তাঁদের মধ্যে গ্রেম স্মিথ অন্যতম। এরপরেই আসবে ধোনির নাম। চেন্নাইতে আসার পর ধোনির নেতৃত্বে অনেক সাফল্য পেয়েছিলাম। ম্যাচের আগে এবং খেলার মোক্ষম সময় ধোনির মাথা কীভাবে সচল থাকে সেটা খুব কাছ থেকে দেখেছি। চাপের মধ্যেও ধোনি খেই হারায় না। বরং দৃঢ় সিদ্ধান্ত নেয়। ফলে অনেক সময় হেরে যাওয়া ম্যাচ জিতে গিয়েছিলাম। সেই মুহূর্তগুলো চোখের সামনে দেখার জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করি।"  

এ বারের আইপিএল শুরু হওয়ার আগে মেগা নিলামে সাত কোটি টাকার বিনিময়ে আএরসিবি-তে এসেছেন ফাফ। বিরাট কোহলি (Virat Kohli) দায়িত্ব ছাড়ার পর তাঁর হাতে ব্যাটন তুলে দিয়েছে এই ফ্রাঞ্চাইজি। 

আরও পড়ুন: IPL 2022: Mumbai Indians-এর টিম হোটেলে পা রেখেই কেন চমকে গেলেন Sachin Tendulkar? জানতে পড়ুন

আরও পড়ুন: IPL 2022: CSK-র Ruturaj Gaikwad-কে নিয়ে আশাবাদী Sunil Gavaskar

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.