IPL 2022 Final: মোতেরার পিচ নিয়ে বিদ্রুপ ভনের! প্রাক্তন ইংরেজ অধিনায়ক টেনে আনলেন অতীত!

এবার মোতেরার পিচ নিয়ে বিদ্রুপ করলেন মাইকেল ভন (Michael Vaughan)। প্রাক্তন ইংরেজ অধিনায়ক অতীত টেনে সমালোচনার সুরে প্রশংসা করলেন পিচের। ভন লেখেন, " আহমেদাবাদের পিচে গতি ও বাউন্স দেখে ভাল লাগছে!! শেষবার পিচ দেখে আমার মনে হয়েছিল বিচ (সমুদ্রেপ পাড়)।"   

Updated By: May 28, 2022, 03:39 PM IST
IPL 2022 Final: মোতেরার পিচ নিয়ে বিদ্রুপ ভনের! প্রাক্তন ইংরেজ অধিনায়ক টেনে আনলেন অতীত!

নিজস্ব প্রতিবেদন: আগামিকাল অর্থাৎ রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মহারণ। আইপিএল ফাইনালে (IPL Final 2022) মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans, GT) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR)। গত শুক্রবার এই মাঠেই আইপিএল কোয়ালিফায়ার টু (Qualifier 2) খেলেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Rajasthan Royals)। 

এবার মোতেরার পিচ নিয়ে বিদ্রুপ করলেন মাইকেল ভন (Michael Vaughan)। প্রাক্তন ইংরেজ অধিনায়ক অতীত টেনে সমালোচনার সুরে প্রশংসা করলেন পিচের। ভন লেখেন, " আহমেদাবাদের পিচে গতি ও বাউন্স দেখে ভাল লাগছে!! শেষবার পিচ দেখে আমার মনে হয়েছিল বিচ (সমুদ্রেপ পাড়)।" 

ভন তাঁর টুইটে ভারত-ইংল্যান্ড গোলাপি টেস্টের প্রসঙ্গ টেনেই খোঁচা দিয়েছেন মোতেরার পিচকে। গতবছর ইংল্যান্ড সফরে এসেছিল ভারত। দিন-রাতের টেস্ট হয়েছিল এই মাঠে। দু'দিনেরও কম সময়ে শেষ হয়ে গিয়েছিল টেস্ট। ইংল্যান্ড দুই ইনিংস মিলিয়ে ১১২ ও ৮১ রান করেছিল। ভারত প্রথম ইনিংসে ১৪৯ রান তুলেছিল। দ্বিতীয় ইনিংসে টেস্ট জেতার জন্য প্রয়োজন ছিল ৪৯ রান। ভারত ১০ উইকেটে ম্যাচ জিতে গিয়েছিল।

আরও পড়ুন: Rashid Khan: আইপিএল ফাইনালে কি দেখা যাবে 'স্নেক শট'? উত্তর জানিয়ে দিলেন আফগান তারকা

আরও পড়ুনVirat Kohli, IPL 2022: বারবার ‘বিরাট’ ভুল, গর্জে উঠলেন Virender Sehwag, Sanjay Manjrekar

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.