IPL 2022: RCB র ক্যাপ্টেন হচ্ছেন ভারতের এই তারকা! পা গলাচ্ছেন Virat Kohli র জুতোয়

২০১১-২০২১, বিরাট কোহলি আরসিবি-র অধিনায়ক হিসাবে দায়িত্ব সামলেছেন। দিতে পারেননি কোনও ট্রফি। এবার কি নতুন অধিনায়ক বেঙ্গালুরুকে ট্রফি দিতে পারবেন?

Updated By: Dec 23, 2021, 01:50 PM IST
IPL 2022: RCB র ক্যাপ্টেন হচ্ছেন ভারতের এই তারকা! পা গলাচ্ছেন Virat Kohli র জুতোয়
বিরাট কোহলি

নিজস্ব প্রতিবেদন: চলতি বছর ১৬ সেপ্টেম্বর বিরাট কোহলি (Virat Kohli) জানান যে, টি-২০ বিশ্বকাপই কুড়ি ওভারের ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর শেষ অভিযান। তাঁর ঠিক তিনদিন পরেই কোহলি কোহলি রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও (Royal Challengers Bangalore) ক্যাপ্টেনসি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কোহলির জুতোয় এবার পা গলাচ্ছেন মণীশ পাণ্ডে (Manish Pandey)। এমনটাই রিপোর্ট। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটারকেই নাকি আরসিবি আগামী মরশুমের জন্য অধিনায়ক হিসাবে বেছে নিচ্ছে।

২০০৮ সাল থেকেই কোহলি আরসিবি-র হয়ে আইপিএল খেলছেন। ২০১১ সালে অধিনায়কত্বের গুরুদায়িত্ব তাঁর কাঁধে সঁপে দেওয়া হয়। শেষ ১০ বছরে একবারও আইপিএল ট্রফি স্পর্শ করতে পারেননি বিরাট। ২০১৬ সালে তাঁর নেতৃত্বে আরসিবি রানার্স হয়েছিল। এবার কি তাহলে আরসিবি-তে মণীশ যুগের শুরু! এবার আর ৮ দল নয়, আইপিএলের (IPL 2022) ১৫তম সংস্করণ ফের দেখবে ১০ দলের লড়াই। আগামী বছর আইপিএলে হবে মেগা নিলাম। ৭ ও ৮ ফেব্রুয়ারি চলবে অনুষ্ঠান। জানা যাচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলা মণীশকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে আরসিবি। 

আরও পড়ুন: India vs South Africa: অনন্য সেঞ্চুরির সামনে Pant! ভাঙতে পারেন Dhoni র বিরাট রেকর্ড

আইপিএলের প্রথম সেঞ্চুরিকারী ভারতীয় ক্রিকেটার হিসাবে নিজের নাম ইতিহাসে লিখিয়েছেন মণীশ। ঘরোয়া ক্রিকেটে তিনি কর্ণাটকের হয়ে অধিনায়কত্ব করেছেন রঞ্জি ট্রফি (Ranji Trophy) ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali trophy)। নৈনিতালের বছর বত্রিশের মিডল অর্ডার ব্যাটার এখনও পর্যন্ত ১৫৪টি আইপিএল ম্য়াচে ৩৫৬০ রান করেছেন। তাঁর গড় ৩০.৬৮। ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করা মণীশ পরের মরসুমেই চলে আসেন বিরাটের দলে। সেখানেই তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে সেঞ্চুরি হাঁকান।

এরপর মণীশ সাহারা পুণে ওয়ারিয়র্স, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ২০১৮ সালে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হন মণীশ। নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি ১১ কোটি টাকায় মণীশকে দলে নেয়। ২০১৯ মরসুমে মণীশ ডজন ম্যাচে ৩৪৪ রান করেন। ২০২০ সালেও মণীশ ছিলেন আগুনে ফর্মে। ১৬ ম্যাচে করেন ৪২৫ রান। যদিও চলতি বছর মণীশ সেভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। তিনি ৮ ম্যাচে ২৯২ রান করেন। এখন দেখার মণীশ এসে আইপিএলের ট্রফির খরা কাটাতে পারেন কিনা! আরসিবি তিন ক্রিকেটারকেই ধরে রেখেছে।  কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি) ও মহম্মদ সিরাজকে (৭ কোটি) রেখে দিয়েছে তারা।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

.