Shubman Gill, IPL 2023: এক মরসুমে মোহভঙ্গ, গুজরাত ছেড়ে কলকাতায় ফিরছেন শুভমন!

Shubman Gill, IPL 2023: গত মরসুমের আইপিএলে গিল কিন্তু গুজরাতের হয়ে বেশ নজর কেড়েছিলেন। ১৩২.৩৩ স্ট্রাইক রেট ও ৩৪.৫০-র গড় বজায় রেখে গিল মোট ৪৮৩ রান করেছিলেন শুভমন। 

Updated By: Sep 17, 2022, 07:35 PM IST
Shubman Gill, IPL 2023: এক মরসুমে মোহভঙ্গ, গুজরাত ছেড়ে কলকাতায় ফিরছেন শুভমন!
তাহলে কি গুজরাত ছেড়ে কলকাতায় ফিরছেন শুভমন গিল?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র এক মরসুমেই মোহভঙ্গ! গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) বিদায় জানিয়ে ফের কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ফিরতে চলেছেন শুভমন গিল (Shubman Gill)! তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেকেআর (KKR) তাঁকে 'রিটেন' করেনি। তাই মেগা নিলামের অনেক আগেই গুজরাতে (Gujarat) যোগ দিয়েছিলেন। এরপর বাকিটা ইতিহাস। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলের হয়ে ওপেন করতে নেমে ১৬ ম্যাচে ৪৮৩ রান করেছিলেন এই ওপেনার। প্রথমবার ফাইনাল জয়ের নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন পঞ্জাব তনয়। এহেন শুভমন কি আবার তাঁর পুরনো দল কলকাতায় ফিরে যাচ্ছেন! গুজরাত ফ্রাঞ্চাইজি ও শুভমনের সোশ্যাল মিডিয়ার পোস্ট তো তেমনই ইঙ্গিত দিচ্ছে।    

শনিবার (১৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় গুজরাত টাইটান্সের এক পোস্ট ঘিরেই যত জল্পনা। পোস্টে শুভমনকে তাঁর ভবিষ্যতের জন্য গুজরাত টাইটান্স শুভেচ্ছা জানিয়ে লেখে, 'সফরটা ভীষণই স্মরণীয় ছিল। আমাদের তরফে তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।' জবাবে গিলও সেই পোস্টেই আইপিএল ফ্রাঞ্চাইজিকে শুভেচ্ছা জানান। এর পর থেকেই গিলের গুজরাত টাইটান্স ছাড়ার নিয়ে জল্পনা তুঙ্গে। জল্পনা হওয়াটাও স্বাভাবিক। সাধারণত কোনও তারকা দল ছাড়লেই ফ্রাঞ্চাইজি বা ক্লাবের তরফে এমন পোস্ট করা হয়। তাই গিলের ক্ষেত্রে এমনটাই হতে চলেছে বলে মনে করছেন সমর্থকরা। 

আরও পড়ুন: Ravi Shastri : ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ! কী বললেন?

আরও পড়ুন: Ravichandran Ashwin : 'ব্রাত্য' অশ্বিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি

 

গত মরসুমের আইপিএল-এ গিল কিন্তু গুজরাতের হয়ে বেশ নজর কেড়েছিলেন। ১৩২.৩৩ স্ট্রাইক রেট ও ৩৪.৫০-র গড় বজায় রেখে গিল মোট ৪৮৩ রান করেছিলেন। ২৩ বছর বয়সি গিল গুজরাতের জার্সি গায়ে চাপিয়েই নিজের কেরিয়ারের সর্বোচ্চ রানের আইপিএল ইনিংসটিও খেলেন। ১৬ ম্যাচে চারটি অর্ধশতরানও ছিল তাঁর ঝুলিতে। যদিও সরকারিভাবে টাইটান্স বা গিলের তরফে কিছুই ঘোষণা করা হয়নি, তবে সম্ভবত এখানেই শেষ। নতুন মরসুমে নতুন জার্সি গায়ে আইপিএল-এর মঞ্চ কাঁপাতে দেখা যাবে গিলকে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.