Ben Stokes: বিশ্বজয়ী অলরাউন্ডার কি আইপিএল খেলবেন? 'বিগ বেন'-কে দলে ফেরাবে রাজস্থান? আলোচনা তুঙ্গে

২০২১ সালের ১২ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার সময় ক্রিস গেলের ক্যাচ ধরতে গিয়ে বাঁহাতের কড়ে আঙুলে চোট পেয়েছিলেন বেন স্টোকস। এক্সরে এবং সিটি স্ক্যানের পর দেখা গিয়েছিল তাঁকে সেই সময় ১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। 

Updated By: Nov 14, 2022, 04:46 PM IST
Ben Stokes: বিশ্বজয়ী অলরাউন্ডার কি আইপিএল খেলবেন? 'বিগ বেন'-কে দলে ফেরাবে রাজস্থান? আলোচনা তুঙ্গে
রাজস্থানের জার্সি গায়ে চাপিয়ে ফের মাঠে নামবেন বেন স্টোকস? ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: একা হাতে ইংল্যান্ডকে (England) টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) এনে দেওয়া বেন স্টোকস (Ben Stokes) কি আসন্ন আইপিএল-এ (IPL 2023) খেলবেন? তাঁকে কি পুরনো দল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ফিরিয়ে আনবে? নাকি এবার ক্রোড়পতি লিগে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে? টি-টিয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মিটে যেতেই এই প্রশ্নটা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আগামি ২৩ ডিসেম্বর কোচিতে বসবে আইপিএল-এর মিনি নিলাম (IPL Auction 2023)। সেখানে বেন স্টোকসের নাম উঠবে কিনা? বেন নিজে আইপিএল খেলবেন কিনা সেটা নিয়েই আলোচনা তুঙ্গে। 

আইপিএল-এ তাঁর ভবিষ্যৎ কী হবে, সেটা নিয়ে এখনই মন্তব্য করেননি বেন স্টোকস। তবে শোনা যাচ্ছে তাঁর জন্য নিলাম মঞ্চে পঞ্জাব কিংস (Punjab Kings), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মতো দল ঝাঁপাতে পারে। কারণ দুটি দলেই বিদেশী অলরাউন্ডারের অভাব রয়েছে। যদিও বেন স্টোকসের আইপিএল খেলা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, 'বেন স্টোকস আইপিএল-এ খেলবেন কিনা সেটা নিয়ে আমাদের কাছে কোনও বার্তা আসেনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কিংবা বেন-এর তরফ থেকেও কোনও মন্তব্য করা হয়নি। তবে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি ওর ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন।' 

আরও পড়ুন: Ben Stokes, ICC T20 World Cup final 2022: মানসিক সমস্যার জন্য বাইশ গজ থেকে সরে যাওয়া বেন স্টোকসই ইংল্যান্ডের নতুন নায়ক

আরও পড়ুন: Diego Maradona, FIFA Qatar World Cup 2023: কাতারে মারাদোনা নেই! বড় বেদনার মতো তবু রূপকথারা বাঁচে...

২০২১ সালের ১২ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার সময় ক্রিস গেলের ক্যাচ ধরতে গিয়ে বাঁহাতের কড়ে আঙুলে চোট পেয়েছিলেন বেন স্টোকস। এক্সরে এবং সিটি স্ক্যানের পর দেখা গিয়েছিল তাঁকে সেই সময় ১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এরমধ্যে আবার দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২০ সালে ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেন-এর বাবা জেড স্টোকস। অসুস্থ থাকার সময় ক্রিকেট থেকেও সাময়িক ভাবে সরে দাঁড়িয়েছিলেন বেন। ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ডে গিয়ে ক্রাইস্টচার্চের হাসপাতালেও দিন-রাত কাটিয়েছেন এই ক্রিকেটার। তবে শেষ রক্ষা হয়নি। তাই চোটের জন্য বেন রাজস্থান থেকে সরে দাঁড়ানোর সময় তাঁর প্রয়াত বাবাকে স্মরণ করে দারুণ উদ্যোগ নিয়েছিল রাজস্থান।

যদিও ফের একবার চোট এবং মানসিক সমস্যার কারণে বেন ২০২২ সালে আইপিএল খেলেননি। তবে এবার তাঁকে ভারতের মাটিতে ক্রোড়পতি লিগ খেলতে দেখা যায় কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.