Rohit Sharma | MI vs KKR: রেকর্ডের পর রেকর্ড রোহিতের দোরগোড়ায়! ওয়াংখেড়েতে ইতিহাস শুধু সময়ের অপেক্ষা

Rohit Sharma eyes sensational records in MI vs KKR IPL 2023 match: 'হিটম্যান' রোহিত শর্মার ব্যাটে ভাঙতে পারে একের পর এক রেকর্ড। ওয়াংখেড়েতে রবিবার তাঁর অপেক্ষায় একাধিক নজির। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রোহিতের ব্যাট জ্বলে উঠতে পারলেই রোহিতকে নিয়ে ফের শুরু হয়ে যাবে লেখালেখি।

Updated By: Apr 16, 2023, 01:51 PM IST
Rohit Sharma | MI vs KKR: রেকর্ডের পর রেকর্ড রোহিতের দোরগোড়ায়! ওয়াংখেড়েতে ইতিহাস শুধু সময়ের অপেক্ষা
রোহিতের শুধু মাঠে নামার অপেক্ষা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবাসরীয় আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata Knight Riders, MI vs KKR)। ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai)। আর এই ম্যাচে মুম্বইয়ের অধিপতি রোহিত শর্মা (Rohit Sharma) রেকর্ডের পর রেকর্ড ভাঙতে পারেন। রোহিতের সামনে সুযোগ রয়েছে আইপিএলের চতুর্থ ব্যাটার হিসেবে ছ'হাজারি হওয়ার। পাশাপাশি রোহিত ওভার বাউন্ডারি হাঁকানোর ক্ষেত্রেও করতে পারেন বিরাট রেকর্ড।

মুম্বইয়ের অধিনায়ক ৬০০০ রান থেকে আর ৪৪ কদম দূরে। ৩৫ বছরের ক্রিকেটার এখনও পর্যন্ত ২৩০ ম্যাচে ৫৯৬৬ রান করেছেন। আইপিএলের ইতিহাস বলছে, সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় ভারত অধিনায়ক রয়েছেন চার নম্বরে। আইপিএলে এখনও পর্যন্ত তিন জন ব্যাটারই পেরেছেন ৬০০০ রান করতে। মগডালে রয়েছেন বিরাট কোহলি (২২৭ ম্যাচে ৬৮৩৮ রান), দুয়ে শিখর ধাওয়ান (২১০ ম্যাচে ৬৪৭৭ রান), তিনে ডেভিড ওয়ার্নার (১৬৭ ম্যাচে ৬১০৯ রান)। রোহিত এদিন প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে হাঁকাতে পারেন ২৫০টি ছয়। রোহিতের প্রয়োজন আর মাত্র ছ'ছক্কা। আইপিএলে মাত্র দুই ক্রিকেটারই পেরেছেন ২৫০ বা তার বেশি ছয় মারতে। তাঁরা দু'জনেই বিদেশি যদিও। কিংবদন্তি ক্রিস গেইলের রয়েছে ৩৫৭টি ছয়। দুয়ে প্রোটিয়া মায়েস্ত্রো এবি ডি ভিলিয়ার্স। ২৫১টি ছয় মেরেছেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলের তিন ম্যাচে রোহিত করেছেন মোট ৮৭ রান। দেখা যাক রোহিত আজ কী করতে পারেন, রোহিতকে এদিন বাড়তি সতর্ক থাকতে হবে সুনীল নারিনকে ফেস করার সময়ে। কারণ আইপিএলে নারিনই সর্বাধিক সাতবার রোহিতের উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: Andre Russell Injury: ফর্ম নেই, সঙ্গে আবার চোট! এমন 'তারকা'-কে নিয়ে কী বললেন নাইট অধিনায়ক?

এদিন ওয়াংখেড়েতে রোহিতের মুম্বই ও নীতীশ রানার কলকাতা একেবারে ভিন গ্রহে বিরাজ করছে। গত শুক্রবার রাতে কেকেআর নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলেছে। ৪৮ ঘণ্টার মধ্যেই ফের তারা নামছে মাঠে। অন্যদিকে মুম্বই পাঁচ দিন আগে শেষ ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। লম্বা ব্রেক নিয়ে ফুরফুরে হয়ে মাঠে নামছেন রোহিতরা। নীতীশদের খেলতে হচ্ছে ব্যাক-টু-ব্যাক ম্যাচ। কেকেআর, গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস, আইপিএলের ১০ দলের মধ্যে এমন তিন দল, যারা ৪৮ ঘণ্টার ব্যবধানে পরপর ম্যাচ খেলছে, তাও রাতের ম্যাচ খেলার পরেই তারা খেলছে দুপুরের ম্য়াচ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.