অস্ট্রেলিয়ায় গিয়ে এবারও হোয়াইটওয়াশ হবে ভারত, ধোনিদের ঠুকে বললেন ম্যাকগ্রা

ভারতীয় ক্রিকেটের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। ইংল্যান্ডের কাছে 1-3 লজ্জার সিরিজ হারের পর চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল। সেই সফরে ধোনিদের ফলাফল কী হবে তা নিয়ে পূর্বাভাস দিলেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই পেসার বললেন, ভারতকে এবারও 0-4 সিরিজ হারতে হবে। শেষবার যখন ধোনিরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, সেবার চার টেস্টের সিরিজ ভারত হেরেছিল 0-4। 2013 সালে ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ভারতে এসেছিল। সেই সিরিজে আবার ঘরের মাটিতে ভারত জেতে 4-0।

Updated By: Aug 19, 2014, 06:39 PM IST
অস্ট্রেলিয়ায় গিয়ে এবারও হোয়াইটওয়াশ হবে ভারত, ধোনিদের ঠুকে বললেন ম্যাকগ্রা

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। ইংল্যান্ডের কাছে 1-3 লজ্জার সিরিজ হারের পর চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল। সেই সফরে ধোনিদের ফলাফল কী হবে তা নিয়ে পূর্বাভাস দিলেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই পেসার বললেন, ভারতকে এবারও 0-4 সিরিজ হারতে হবে। শেষবার যখন ধোনিরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, সেবার চার টেস্টের সিরিজ ভারত হেরেছিল 0-4। 2013 সালে ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ভারতে এসেছিল। সেই সিরিজে আবার ঘরের মাটিতে ভারত জেতে 4-0।

ম্যাকগ্রা বলেছেন, ভারতের আসার অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগের থেকেও এবার অস্ট্রেলিয়া দল অনেক পরিণত ও প্রতিভাবান। অ্যাসেজে 5-0 জয়টাই সেটা প্রমাণ করে।

ইংল্যান্ডে ধোনিদের পর্যদুস্ত হওয়ার ব্যাপারে ম্যাকগ্রা বলেছেন, ভারতকে অনেক বিষয়ে উন্নতি করতে হবে। বিশেষ করে ফিল্ডিং ও ব্যাটিংয়ে নজর দেওয়ার কথা বলেছেন 'পারফেক্ট পেসার' ম্যাকগ্রা। তবে ধোনির পাশে দাঁড়িয়ে ম্যাকগ্রা বলেছেন, "ক্রিকেটার, অধিনায়ক, মানুষ ধোনিকে আমি সম্মান করি। ও এখনও টেস্ট খেলতে চায়। ওরই বিবেচানা করা উচিত টেস্টেও অধিনায়কত্ব করতে চায় কি না।"

চলতি বছর 4 ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হচ্ছে ধোনিদের অস্ট্রেলিয়া সফর।

 

.