Jhulan Goswami, ENGW vs INDW: লর্ডসে ফেয়ারওয়েল ম্যাচ খেলবেন 'চাকদহ এক্সপ্রেস'! আলোচনা তুঙ্গে

Jhulan Goswami, ENGW vs INDW: ২০০২ সালের ৬ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেট থেকে তাঁর আন্তর্জাতিক স্তরে পথচলা শুরু। ঝুলনের টেস্ট অভিষেকও ব্রিটিশদের বিরুদ্ধেই। সেই বছর ১৪ জানুয়ারি প্রথম টেস্ট খেলেছিলেন। এরপর আর ঝুলনকে ঘুরে তাকাতে হয়নি।  

Updated By: Aug 20, 2022, 01:33 PM IST
Jhulan Goswami, ENGW vs INDW: লর্ডসে ফেয়ারওয়েল ম্যাচ খেলবেন 'চাকদহ এক্সপ্রেস'! আলোচনা তুঙ্গে
হাসিমুখে ঝুলন। লর্ডসের সেই ফাইনালে ২৩ রানে ৩ উইকেট নিয়ে মাঠ ছাড়ার মুহূর্ত। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: লর্ডসে (Lord’s) তিনি কেরিয়ারের শেষ বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন। সেই 'ক্রিকেটের মক্কা'-র বাইশ গজ থেকেই কি আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)? ইংল্যান্ডের (England Womens) বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের তৃতীয় ম্যাচ ঐতিহ্যবাহী লর্ডসে আয়োজিত হবে। ভারতের (Indian Womens Team) কিংবদন্তি মহিলা ক্রিকেটার নাকি লর্ডসে ফেয়ারওয়েল ম্যাচ খেলবেন? বিসিসিআই (BCCI) সূত্র মারফত এমন খবর জানা গিয়েছে। 

২০১৭ সালের ২৩ জুলাই 'চাকদহ এক্সপ্রেস'-কে শেষবার লর্ডসের মাঠে দেখা গিয়েছিল। মেগা ফাইনালে ২৩ রানে ৩ উইকেট নিলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৯ রানে হেরে মাঠ ছেড়েছিল মিতালি রাজের (Mithali Raj) প্রমীলাবাহিনী। ২৪ সেপ্টেম্বর লর্ডসে আয়োজিত হবে সিরিজের শেষ একদিনের ম্যাচ। সেটাই নাকি ঝুলনের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। বিসিসিআই-এর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন যে, 'লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচই হবে ঝুলনের শেষ ম্যাচ।' 

আরও পড়ুন: Jhulan Goswami, ENGW vs INDW: ৩৯ বছরে কামব্যাক করলেন 'চাকদহ এক্সপ্রেস'

আরও পড়ুন: Mamata Banerjee on Samar Banerjee: আদ্যন্ত মোহনবাগানী কিংবদন্তি বদ্রু স্মরণে মুখ্যমন্ত্রী মমতা

Jhulan

কয়েক সপ্তাহ আগে হয়ে যাওয়া কমনওয়েলথ গেমসের দলে তাঁর জায়গা হয়নি। এমনকি এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলেও ঝুলনকে রাখা হয়নি। তবে একদিনের দলে জায়গা করে নিইয়েছিলেন ৩৯ বছরের 'চাকদহ এক্সপ্রেস'। বুঝিয়ে দিলেন তাঁর ট্রেন এখনই থামছে না। চলতি বছরের ২২ মার্চ মহিলা বিশ্বকাপের আসরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন বঙ্গ তনয়া। গত বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছিলেন এই কিংবদন্তি। তখনও পর্যন্ত বোঝা যায়নি যে এটাই ঝুলনের শেষ আন্তর্জাতিক সিরিজ হতে চলেছে। যদিও বোর্ড সুত্রে জানা গিয়েছে যে, এ বার কিংবদন্তি বঙ্গতনয়াকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে চায় বিসিসিআই। 

২০০২ সালের ৬ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেট থেকে তাঁর আন্তর্জাতিক স্তরে পথচলা শুরু। ঝুলনের টেস্ট অভিষেকও ব্রিটিশদের বিরুদ্ধেই। সেই বছর ১৪ জানুয়ারি প্রথম টেস্ট খেলেছিলেন। এরপর আর ঝুলনকে ঘুরে তাকাতে হয়নি। দুই দশকেরও বেশি সময় ধরে তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে তিনি ১২টি টেস্টে ৪৪টি উইকেট, ২০১টি একদিনের ম্যাচে সর্বাধিক ২৫২টি উইকেট ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। তিন ফরম্যাটে মোট ২৮১টি ম্যাচে ৩৫২টি উইকেট নিয়েছেন ঝুলন।

২০১টি একদিনের ম্যাচ খেলে সর্বাধিক ২৫২টি উইকেট নিয়ে শীর্ষে থাকা ঝুলন গত কয়েক বছর চোট-আঘাতে ভুগেছেন। জানা গিয়েছে যে, জাতীয় নির্বাচকরা ঝুলনের সঙ্গে কথা বলেই নাকি ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তাঁরা ঝুলনকে দলে চাইছেন না, সেটা বুঝিয়ে দিয়েছেন। বিনিময়ে তাঁকে সম্মান জানিয়ে ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে বোর্ড। ১৮ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। দীর্ঘ কেরিয়ারে অনেক সম্মান পেয়েছেন। তবে বিশ্বজয়ী হওয়ার তকমা পেলেন না। এই আক্ষেও আজীবন বয়ে বেড়াবেন 'চাকদহ এক্সপ্রেস'। 

ভারতের একদিনের দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়ক), সাব্বিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, হারলিন দেওল, ডি হেমলতা, সিমরান দিল বাহাদুর, ঝুলন গোস্বামী এবং জেমিমা রড্রিগেজ।

ইংল্যান্ড সফরে ভারতের একদিনের সিরিজের সূচি 

প্রথম একদিনের ম্যাচ: ১৮ সেপ্টেম্বর (রবিবার), সকাল ১১ টা, হোভ।

দ্বিতীয় একদিনের ম্যাচ: ২১ সেপ্টেম্বর (বুধবার), দুপুর ১ টা, ক্যান্টারবেরি।

তৃতীয় একদিনের ম্যাচ: ২৪ সেপ্টেম্বর (শনিবার), সকাল ১১ টা, লর্ডস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.