৪০ বছর পর বিশ্বকাপে জয় পেল আফ্রিকার এই দেশ
রাশিয়া বিশ্বকাপে এটি নবম আত্মঘাতী গোল। বিশ্বকাপের ইতিহাসে ৫০তম আত্মঘাতী গোল।
নিজস্ব প্রতিবেদন : রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবুও গ্রুপের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই নেমেছিল পানামা এবং তিউনিসিয়া। অভিষেকে বিশ্বকাপ থেকে জয় নিয়ে ফেরা হল না পানামার। অন্যদিকে ৪০ বছর বিশ্বকাপের মঞ্চে জয় পেল তিউনিসিয়া।
Deserved win and first three points for #TUN in Saransk.#PANTUN pic.twitter.com/Y2sSzda6iC
— FIFA World Cup (@FIFAWorldCup) June 28, 2018
বৃহস্পতিবার মর্দোভিয়া অ্যারেনায় যদিও শুরুতে এগিয়ে যায় পানামাই। ৩৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে মিডফিল্ডার হোসে লুইস রডরিগেজের নেওয়া জোরালো শট তিউনিসিয়ার ডিফেন্ডার ইয়াসিন মেরিয়াহর পায়ে লেগে জালে জড়ায়। রাশিয়া বিশ্বকাপে এটি নবম আত্মঘাতী গোল। বিশ্বকাপের ইতিহাসে ৫০তম আত্মঘাতী গোল। বিরতির পর ৫১ মিনিটে ফখরেদ্দিন বেন ইউসুফের গোলে সমতায় ফেরে তিউনিসিয়া।বিশ্বকাপের ইতিহাসে এটি ২৫০০তম গোল।
আরও পড়ুন - ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা বেলজিয়াম, শেষ ষোলোয় সামনে জাপান
আর ৬৬ মিনিটে মিডফিল্ডার আনিস বাদরির পাস পেয়ে জয়সূচক গোলটি করেন খাজরি। শেষ পর্যন্ত পানামাকে ২-১ গোলে হারাল তিউনিসিয়া। ১৯৭৮ সালে শেষবার বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়েছিল আফ্রিকার এই দেশটি।