কীর্তিমান বিরাটের আফ্রিকা জয়

ডারবানের কিংসমিডে বিরাটের 'উইনিং সেঞ্চুরি' হল তাঁর ওয়ানডে কেরিয়ারের ৩৩তম শতরান। রান তাড়া করতে নেমে এটা বিরাটের ১৮তম সফল শতরান। 

Updated By: Feb 2, 2018, 10:03 AM IST
কীর্তিমান বিরাটের আফ্রিকা জয়
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ক্রিকেটে বৃত্ত পূরণ করলেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে 'হলমার্ক ওয়ালা' সবকটা দেশের বিরুদ্ধেই শতরানের নজির করে ফেললেন ভারত অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট শতরান ছিল অনেক আগেই, কিন্তু অধরা ছিল ওয়ানডে সেঞ্চুরি। ডারবানে সেটাও করে ফেললেন বিরাট। আর কিং কোহলির অনবদ্য ১১২ রানের ইনিংসের সুবাদেই একদিনের সিরিজে প্রথম ম্যাচেই সহজ জয় পেল ভারত। 

আরও পড়ুন- কোহলি-রাহানে যুগলবন্দিতে বিরাট জয় ভারতের

উল্লেখ্য, ডারবানের কিংসমিডে বিরাটের 'উইনিং সেঞ্চুরি' হল তাঁর ওয়ানডে কেরিয়ারের ৩৩তম শতরান। রান তাড়া করতে নেমে এটা বিরাটের ১৮তম সফল শতরান। যেটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার। প্রসঙ্গত, বিরাটের ৩৩টি শতরানের মধ্যে ২০টি'ই এসেছে রান তাড়া করে। যার মধ্যে কেবল দু'টি ম্যাচেই বিফলে গিয়েছে কোহলির বিরাট লড়াই।

আরও পড়ুন- বিশ্বকাপের পরীক্ষা দিচ্ছেন রাহানে

খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়   

.