রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় কলকাতার
'টস জেতো, ম্যাচ জেতো', এই মন্ত্রেই রাহানের রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে সহজ জয় পেল কলকাতা।
নিজস্ব প্রতিবেদন: টস জিতে রান তাড়া করে অনায়াসেই লক্ষ্যে পৌঁছেনো যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে কলকাতা। ট্রেন্ডিং ফর্মুলাতেই রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় পেল কার্তিকের দল। এবারের আইপিল-এ বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিরা যে ছন্দে চলছেন, তার ব্যতিক্রম ঘটালেন না দীনেশ কার্তিকও। 'টস জেতো, ম্যাচ জেতো', এই মন্ত্রেই রাহানের রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে সহজ জয় পেল কলকাতা।
আরও পড়ুন- ৫০০০ রান করে আইপিএলে সর্বকালের রেকর্ড গড়লেন বিরাট
Clinical Bowling
Smart Batting
1st away win of the seasonOur #Knights had a good outing against @rajasthanroyals, winning by wickets in Jaipur.
For more 's, visit https://t.co/NivUababy4#RRvKKR #IPL2018 #KKRHaiTaiyaar pic.twitter.com/vQh0oLvrDo
— KolkataKnightRiders (@KKRiders) April 19, 2018
জয়পুরের স্বামী মান সিং স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠাব কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক। চাওলা, কুলদীপ, নীতীশ রানাদের স্পিনে সেভাবে হাতই খুলতে পারেনি রাহানে, সঞ্জু স্যামসন, বেন স্টোকসরা। ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধে ১৬০ রানই গুটিয়ে যায় রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ক্রিস লিনের উইকেট হারিয়ে ধাক্কা খেলেও নারিন (৩৫) আর উথাপ্পার (৪৮) যুগলবন্দিতে ম্যাচের রাশ নিজের হাতে নেয় কলকাতা। শেষে ম্যাচ ফিনিশারের ভূমিকায় দেখা যায় কলকাতার অধিনায়ককেও। দীনেশ কার্তিকের ২৩ বলে ৪২ রানের ইনিংসের দৌলতে এক ওভার বাকি থাকতেই জয় পায় কলকাতা।
রাজস্থান-১৬০/৮ কলকাতা- ১৬৩/৩
Impressive all-round performances to get our 1st away win of VIVO @IPL #RRvKKR #KKRHaiTaiyaar #IPL2018 pic.twitter.com/YEu34Qtsb0
— KolkataKnightRiders (@KKRiders) April 18, 2018
আরও পড়ুন- তথ্যের অধিকার আইনের আওতায় নিয়ে আসা হোক বিসিসিআইকে!