Kuldeep Yadav : ফের হ্যাটট্রিক! ইডেন, বিশাখাত্তনমের স্মৃতি ফেরালেন টিম ইন্ডিয়ার 'ব্রাত্য' কুলদীপ

Kuldeep Yadav : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া তো অনেক দূরের কথা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজ কিংবা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও তাঁকে জায়গা দেয়নি চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি। 

Updated By: Sep 25, 2022, 07:38 PM IST
Kuldeep Yadav : ফের হ্যাটট্রিক! ইডেন, বিশাখাত্তনমের স্মৃতি ফেরালেন টিম ইন্ডিয়ার 'ব্রাত্য' কুলদীপ
ফের একটা হ্যাটট্রিক। সতীর্থদের সঙ্গে মাঠ ছাড়ছেন কুলদীপ। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৭ সালের ২১ সেপ্টম্বর থেকে ২০১৯ সালের ১৮ ডিসেম্বর। আর এ বার ২০২২ সালের ২৫ সেপ্টম্বর। এই নিয়ে নিজের কেরিয়ারে তিনবার হ্যাটট্রিক সেরে ফেললেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম হ্যাটট্রিক কানায় কানায় ভরা ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ছিল। দ্বিতীয় হ্যাটট্রিক এসেছিল ওয়েস্ট ইন্ডিজের (West Indies)বিরুদ্ধে বিশাখাত্তনমে। আর এ বার নিউজিল্যান্ড এ (New Zealand A) দলের বিরুদ্ধে হ্যাটট্রিক এল চেন্নাইয়ের ফাঁকা চিপক স্টেডিয়াম। এই পাঁচ বছরে কুলদীপের জীবন অনেকটা বদলে গিয়েছে। বিরাট কোহলির (Virat Kohli) সেই টিম ইন্ডিয়াতে (Team India) কুলদীপ ছিলেন স্পিন বিভাগের উজ্জলতম মুখ। আর এখন তিনি সেই ভারতীয় দলে 'ব্রাত্য'।  তবে প্রথম দুটি হ্যাটট্রিক এসেছিল আন্তর্জাতিক ম্যাচে। আর এই হ্যাটট্রিক এল বেসরকারি একদিনের ম্যাচে। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া তো অনেক দূরের কথা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজ কিংবা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও তাঁকে জায়গা দেয়নি চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি। 
তবুও এহেন 'ব্রাত্য' কুলদীপ স্পিনের জাদুতে বাইশ গজে ঝড় তুললেন। ভারত-এ দলের জার্সি গায়ে চাপিয়ে। ২৭ বছরের বাঁহাতি স্পিনার পরপর তিন বলে ফেরা নোগান ভ্যান বিক, জো ওয়াকার ও জ্যাকব ডাফিকে। গড়লেন ইতিহাস।

রবিবার ছিল দুই দলের দ্বিতীয় বেসরকারি একদিনের ম্যাচ। আর সেই ম্যাচে কিউই ইনিংসের ৪৭তম ওভারে জ্বলে উঠলেন কুলদীপ। প্রথমে ভ্যান বিককে ৪ রানে আউট করেন তিনি। ক্যাচ নেন পৃথ্বী শাহ। দ্বিতীয় বলে ওয়াকার উইকেটের পিচনে ক্যাচ তুলে আউট হন। এরপর ডাফিকে এলবিডবলিউ করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তারকা স্পিনার। 

আরও পড়ুন: Exclusive, Jhulan Goswami : মাথায় ঘুরছে মায়ের আত্মত্যাগ, দীপ্তির পাশে দাঁড়িয়েই ঘরে ফিরছেন 'চাকদহ এক্সপ্রেস'

আরও পড়ুন: Ajinkya Rahane, Duleep Trophy Final : অভব্য আচরণ, সতীর্থকে মাঠ থেকে বের করে দিলেন রাহানে! ভিডিয়ো ভাইরাল

তাঁর হ্যাটট্রিকের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘কুল-চা’ জুটির চাহাল যখন ভারতীয় দলে খেলছেন সেখানে কুলদীপ দলের বাইরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে একেবারেই ছন্দে নেই যজুবেন্দ্র চাহাল। তবে তাঁর সঙ্গী দেখালেন, তিনি ফুরিয়ে যাননি। আরও একবার দাবি তুললেন টিম ইন্ডিয়ার জার্সি পরে মাঠে নামার।

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কুলদীপ। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও একই সাফল্য পান তিনি। তবে সেগুলি ভারতীয় দলের হয়ে। তিনিই একমাত্র ভারতীয় বোলার যিনি একাধিক হ্যাটট্রিক করেছেন একদিনের আন্তর্জাতিক ম্যাচে। এর আগে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়েও হ্যাটট্রিক করতে দেখা গিয়েছিল কুলদীপকে। এ বার ভারতীয়-এ দলের হয়েও হ্যাটট্রিক করে চমকে দিলেন তারকা স্পিনার। নিলেন ৫১ রানে ৪ উইকেট। 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

 

.