বিতর্কে অনিল কুম্বলে

বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনের মতই কুম্বলের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ। ক্রিকেট থেকে অবসর নিলেও,ক্রিকেট প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ভারতের প্রাক্তন এই তারকা লেগস্পিনার। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছাড়াও,জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিরও প্রধান কুম্বলে।

Updated By: Oct 10, 2011, 04:23 PM IST

বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনের মতই কুম্বলের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ। ক্রিকেট থেকে অবসর নিলেও,ক্রিকেট প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ভারতের প্রাক্তন এই তারকা লেগস্পিনার। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছাড়াও,জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিরও প্রধান কুম্বলে। আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের মেন্টর হিসাবেও কাজ করছেন প্রাক্তন এই লেগি। তবে বিতর্ক অবশ্য অন্য জায়গায়। টেনভিক নামক একটি সংস্থার মালিক কুম্বলে, এই সংস্থাটি মূলত তরুণ খেলোয়াড়দের বাণিজ্যিকবিষয়টি দেখাশোনা করে। কর্ণাটকের দুই ক্রিকেটার বিনয় কুমার আর অরবিন্দ জাতীয় দলে সুযোগ পেয়েছেন। এই দুই ক্রিকেটারেরই বাণিজ্যিক দিকটি দেখাশোনা করে কুম্বলের সংস্থা।কুম্বলে নিজে যদিও স্বার্থের
সংঘাতের বিষয়টি অস্বীকার করেছেন।

.