Gavaskar-Umran: 'শেষবার সচিনকে দেখার জন্য মুখিয়ে ছিলাম, এখন উমরানকে দেখতে চাই'

আইপিএল ফিফটিনে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২২টি উইকেট নিয়েছেন উমরান। আইপিএলের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারিও হয়েছেন। এর সঙ্গে যে জিনিসটা তাঁকে আলাদা করে পরিচিতি দিয়েছে, তা হল তাঁর বলের গতি। নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি জোরে বল করে গিয়েছেন তিনি।   

Updated By: Jun 14, 2022, 03:39 PM IST
Gavaskar-Umran: 'শেষবার সচিনকে দেখার জন্য মুখিয়ে ছিলাম, এখন উমরানকে দেখতে চাই'

নিজস্ব প্রতিবেদন: চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ঋষভ পন্থের ভারত ০-২ পিছিয়ে। মঙ্গলবার অর্থাৎ আজ আর কয়েক ঘণ্টা পর বিশাখাপত্তনমের এসিকে-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি (India vs South Africa, 3rd T20I)। আইপিএলে দুরন্ত পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছেন উমরান মালিক। শ্রীনগরের বছর বাইশের পেসারকে জাতীয় দলে দেখার জন্য মুখিয়ে ফ্যানরা। এখন প্রশ্ন বিশাখাপত্তনমে কি উমরানকে দেখা যাবে? ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বলছেন যে, বিশাখাপত্তনমে খেলা উচিত উমরানের।

গাভাসকর এক ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে বলেন, "ভারতীয়দের মধ্যে শেষবার সচিনকে দেখার জন্য মুখিয়ে ছিলাম। ওর পর আমি উমরান মালিককে দেখতে চাই। আমার মনে হয় ও খেলবে। কিন্তু দল হয়তো বলতে পারে যে, তৃতীয় ম্য়াচ জেতার পর পরিস্থিতি আসলে পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে। এছাড়াও দেখতে হবে ভাইজ্যাগে কীরকম পিচ থাকে। ভারতের সমস্য়া হয়ে গিয়েছে যে, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল ছাড়া কোনও উইকেট নেওয়ার মতো বোলার নেই। উইকেট নিলেই প্রতিপক্ষকে চাপে রাখা যাবে। ভুবনেশ্বর ছাড়া আর কাউকে দেখে মনে হচ্ছে না উইকেট নিতে পারে বলে। ওর বলই মুভ করছে। এই জন্যই ২১১ রান করেও ভারত ধরে রাখতে পারেনি।"

আইপিএল ফিফটিনে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২২টি উইকেট নিয়েছেন উমরান। আইপিএলের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারিও হয়েছেন। এর সঙ্গে যে জিনিসটা তাঁকে আলাদা করে পরিচিতি দিয়েছে, তা হল তাঁর বলের গতি। নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি জোরে বল করে গিয়েছেন তিনি। 

আরও পড়ুন: Bhuvneshwar Kumar: ভুবনেশ্বরের সামনে অনন্য টি-২০ রেকর্ডের হাতছানি

আরও পড়ুনExplained: কীভাবে এশিয়ান কাপের মূল পর্বে উঠলেন সুনীলরা? জেনে নিন টুর্নামেন্টে ভারতের ইতিহাস

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  
 

.