ফের একসঙ্গে লি-হেশ জুটি, সম্ভবত কলকাতাতেই
মহেশ ভূপতি-লিয়েন্ডার পেজ জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে এই শহরে।
সুখেন্দু সরকার : এক সময়ের সুপারহিট জুটি এখন দূরত্বে অবস্থিত। সেই দূরত্ব ঘুচবে কি না বলা মুশকিল। ভারতীয় টেনিসে লিয়েন্ডার পেজ-মহেশ ভূপতির বন্ধুত্ব ও বিচ্ছেদের গল্প সবার জানা। দুই বন্ধু এখন মনোমালিন্যে বিভাজিত। প্রায় মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু যদি বলা হয়, টেনিসই আবার এই দুজনকে একসঙ্গে এক বিন্দুতে মিলিয়ে দিতে চলেছে! তাও আবার খোদ কলকাতায়! হ্যাঁ, সেরকমই সম্ভাবনা দেখা দিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই কলকাতার বুকে ভারতীয় টেনিসের নতুন অধ্যায় লেখা হবে। লি-হেশ জুটি আবার একসঙ্গে!
আরও পড়ুন- ওয়ার্ল্ড টি-২০-র নাম পাল্টে দিল আইসিসি
মহেশ ভূপতি-লিয়েন্ডার পেজ জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে এই শহরে। দুই টেনিস তারকার মনোমালিন্যের গল্প নতুন নয়। লি-হেশ জুটি বেঁধে বা একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবেন না কলকাতায়। ডিসেম্বরের মাঝে কলকাতায় প্রেমজিত লাল আমন্ত্রণীমূলক প্রতিযোগিতার মেন্টর হিসেবে আসছেন দুই তারকা। দেশের সেরা টেনিস তারকারা আসবেন এই প্রতিযোগিতায় খেলতে। পূরব রাজা, সাকেত মিনেনি, বিষ্ণু বর্ধনের মতো দেশের টেনিস খেলোয়াড়রা। প্রাক্তন ডেভিস কাপার জয়দীপ মুখার্জী ও তাঁর স্ত্রী শারমিন মুখার্জির উদ্যোগে এই প্ৰতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ১৩ ডিসেম্বর। সল্টলেকের জয়দীপ মুখার্জি টেনিস অ্যাকাডেমিতে। সেখানেই আসবেন লি হেশ। শহরের তরুণ টেনিস খেলোয়াড়দের পাশাপাশি দেশের টেনিস খেলোয়াড়দের মেন্টর হিসেবে থাকবেন তাঁরা। আসবেন সোমদেব দেববর্মণও। ১৫ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা।