WTC Final 2023 | Virat Kohli: ভেঙে তছনছ হতে পারে রেকর্ডের পর রেকর্ড! বাইশ গজের 'রাজা'র অপেক্ষায় ওভাল

List Of Records Virat Kohli Can Break In WTC Final 2023: এক নয়, একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। যদিও এমনটা নতুন নয়, বিরাট মাঠে নামলেই পরিংসখ্যানবিদরা খাতা-কলম নিয়ে তৈরি হয়ে যান। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাটের ব্যাটে ভাঙতে পারে রেকর্ডের পর রেকর্ড।

Updated By: Jun 6, 2023, 03:44 PM IST
 WTC Final 2023 | Virat Kohli: ভেঙে তছনছ হতে পারে রেকর্ডের পর রেকর্ড! বাইশ গজের 'রাজা'র অপেক্ষায় ওভাল
রেকর্ডের পর রেকর্ড ভাঙতে পারেন কোহলি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮-১৯ মরসুমের পর ২০২০-২১, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে দু'বার টেস্ট সিরিজ জিতেছে বিরাট কোহলির (Virat Kohli) টিম ইন্ডিয়া। গতবার কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে হেরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC WTC 2019–2021) খেতাব হাতছাড়া হয় বিরাটের। তবে এবার আর কোহলি নেতা নন, দলের দায়িত্বে রোহিত শর্মা (Rohit Sharma)। তবে বিরাটের দিকে সবার চোখ। কারণ নিঃসন্দেহে তিনিই দলের ব্যাটিং সুপারস্টার। রাত পোহালেই ওভালের (The Oval) বাইশ গজে শুরু 'আল্টিমেট টেস্ট'। প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে টিম ইন্ডিয়া (Team India)। মহারণের আগে দেখে নিন কোহলি কোন কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে।

আইসিসি নকআউট পর্যায়ে সবচেয়ে বেশি ম্যাচ
অজি কিংবদন্তি রিকি পন্টিং, বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে, আইসিসি নকআউট পর্যায়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন। মোট ১৮টি ম্যাচ খেলেছেন তিনি। যুবরাজ সিং রয়েছেন তাঁর পরে। ১৭টি ম্যাচ খেলেছেন যুবি। সচিন তেন্ডুলকর ও এমএস ধোনি খেলেছেন ১৫টি করে। কোহলি মাঠে নেমেই টপকে যাবেন সচিন-ধোনিদের। হয়ে যাবেন বিশ্বের তৃতীয় সর্বাধিক আইসিসি নকআউট ম্যাচ খেলা ক্রিকেটার। তাঁর ঠিক আগে থাকবেন যুবি ও রিকি।

৫০০০ রানে পাখির চোখ কোহলির
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ ম্যাচে ৪৯৪৫ রান করেছেন ৫০.৯৭-এর গড়ে।  'কিং কোহলি'র আর ৮৮ রান প্রয়োজন। তাহলেই তিনি দেশের হয়ে লাল বলের ক্রিকেটে পঞ্চম সর্বাধিক রানশিকারি হবেন। এর পাশাপাশি কোহলি যদি আর ২১ রান করতে পারেন, তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ২০০০ রান পূর্ণ করে ফেলবেন। কোহলির ব্যাট থেকে ৫৫ রান এলেই তাঁর সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০০০ রান চলে আসবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির রয়েছে ১৬টি সেঞ্চুরি (৮টি ওয়ানডে ফরম্যাটে ও ৮টি টেস্টে)। 

আরও পড়ুন: WTC Final 2023: স্মিথ থেকে বিরাট, রোহিত হয়ে রাহানে, বিশ্বযুদ্ধে যাঁরা দাঁড়িয়ে মাইলস্টোনের সামনে

 
ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানশিকারি
ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে সফল ব্যাটারের নাম রাহুল দ্রাবিড়। 'দ্য ওয়াল' ৪৬ ম্যাচে ৫৫.১০-র গড়ে ব্রিটিশভূমে করেছেন ২৬৪৫ রান। ভারতীয় দলের হেডস্যারের রয়েছে আটটি সেঞ্চুরি ও ১৫টি ফিফটি। দুয়ে আছেন কিংবদন্তি সচিন (৪৩ ম্যাচে ২৬২৬ রান, সাতটি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি)। তিনে আছেন কোহলি (৫৬ ম্য়াচে ২৫৭৪ রান রয়েছে তাঁর, তিনটি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরি, গড় ৪০.৮৫)।
 
একজন বোলারের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান
চেতেশ্বর পূজারার রয়েছে এই রেকর্ড। ন্যাথান লিয়ঁর বিরুদ্ধে করেছেন ৫৭০ রান। বিরাট রয়েছেন চারে। লিয়ঁর বিরুদ্ধেই রয়েছে তাঁর ৫১১ রান। স্টিভ স্মিথ ৫২০ রান করেছেন স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে। কুমার সঙ্গাকারা ৫৩১ রান করেছেন সঈদ আজমলের বিরুদ্ধে।

আইসিসি নকআউট পর্যায়ে সবচেয়ে বেশি রান
কোহলি আইসিসি নকআউট পর্যায়ের ম্যাচে ৬২০ রান করেছেন। সচিন (১৪ ইনিংসে ৬৫৭ রান, একটি সেঞ্চুরি, পাঁচটি ফিফটি), রিকিকে (১৮ ইনিংসে ৭৩১ রান, তিনটি সেঞ্চুরি ও একটি ফিফটি) টপকে আইসিসি নকআউটের রাজা হওয়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.