ঘরের মাঠে বার্সায় বিধ্বস্ত রিয়াল, কোপা দেল রে-র ফাইনালে মেসিরা

এই নিয়ে টানা ৬বার কোপা দেল রে-র ফাইনালে উঠল বার্সেলোনা।

Updated By: Feb 28, 2019, 07:12 AM IST
ঘরের মাঠে বার্সায় বিধ্বস্ত রিয়াল, কোপা দেল রে-র ফাইনালে মেসিরা

নিজস্ব প্রতিবেদন : স্যান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো জয় বার্সেলোনার। জোড়া গোল লুই সুয়ারেজের। রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারাল বার্সা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে-র ফাইনালে মেসিরা।

বুধবার স্যান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে বেশিরভাগ  সময় বল নিজেদের দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে বার্সেলোনা। কিন্তু তাতে খুব একটা কাজের কাজ হয়নি। বরং রিয়ালের ব্রাজিলিয় স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়র বার দুয়েক গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই লুই সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৬৯ মিনিটে রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় বার্সা। কয়েক মিনিট পরেই বক্সের মধ্যে সুয়ারেজকে ক্যাসেমিরো ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক থেকে স্কোরলাইন ৩-০ করেন সেই সুয়ারেজই।

বুধবার  কোপা দেল রে-র সেমি ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জয় পেল বার্সা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেল এরনেস্তো ভালভেরদের দল। ফেব্রুয়ারি মাসের শুরুতেই সেমি ফাইনালের প্রথম লেগে নূ ক্যাম্পে ১-১ গোলে ড্র হয়েছিল এল ক্লাসিকো। এই নিয়ে টানা ৬বার কোপা দেল রে-র ফাইনালে উঠল বার্সেলোনা।

আরও পড়ুন - যুদ্ধকালীন পরিস্থিতি! দুই শুটারকে বিশ্বকাপ থেকে ডেকে নিল ভারতীয় বায়ু সেনা

 

.