ভ্যান পার্সি ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ম্যান ইউ

ভ্যান পার্সির হাত ধরে ব্যাড প্যাচ কাটিয়ে উঠল ম্যান ইউ। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ডট্র্যাফোর্ডে অলিম্পিয়াকোসকে তিন-শূন্য গোলে হারিয়ে ম্যান ইউকে শেষ আটে তোলার প্রধান কারিগর রবিন ভ্যান পার্সি। ডাচ তারকার চোখধাঁধানো হ্যাটট্রিকের সৌজন্যে খানিকটা অস্বস্তি কাটল ম্যান ইউ কোচ মোয়েসের।

Updated By: Mar 20, 2014, 10:37 PM IST

ভ্যান পার্সির হাত ধরে ব্যাড প্যাচ কাটিয়ে উঠল ম্যান ইউ। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ডট্র্যাফোর্ডে অলিম্পিয়াকোসকে তিন-শূন্য গোলে হারিয়ে ম্যান ইউকে শেষ আটে তোলার প্রধান কারিগর রবিন ভ্যান পার্সি। ডাচ তারকার চোখধাঁধানো হ্যাটট্রিকের সৌজন্যে খানিকটা অস্বস্তি কাটল ম্যান ইউ কোচ মোয়েসের।

অ্যাওয়ে ম্যাচে গ্রীসে অলিম্পিয়াকোসের কাছে শূন্য-দুই গোলে হেরে গিয়েছিল মোয়েসের ম্যান ইউ। তাই কমপক্ষে তিন গোলের ব্যবধানে জিততেই হত পরের রাউন্ডে যাওয়ার জন্য। মাত্র পঁচিশ মিনিটে পেনাল্টি পায় ম্যান ইউ। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ভ্যান পার্সি। প্রথমার্ধের একেবারে শেষ মূহুর্তে ভ্যান পার্সির গোলে দুই-শূন্য গোলে এগিয়ে যায় ম্যান ইউ। প্রথমার্ধের শেষে অলিম্পিয়াকোসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌ ছাতে গেলে মোয়েসের দলের প্রয়োজন আরও এক গোল। দ্বিতীয়ার্ধের বাহান্ন মিনিটেই সেই ভ্যান পার্সির গোল। ডাচ তারকার হ্যাটট্রিকের পর এবার গোল বাঁচানোর খেলা রেড ডেভিলসদের। অবশেষে শেষ চল্লিশ মিনিটে গোল বাঁচানোর স্ট্র্যাটেজিতে মোয়েস সফল হয়ে পৌঁছে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে।

.