করোনা উদ্বেগের মাঝে Sydney টেস্টে দর্শকদের ফেস মাস্ক বাধ্যতামূলক করল NSW Government

ভারত-অস্ট্রেলিয়া দুই দলের ক্রিকেটারদেরই জৈব সুরক্ষা বলয় (Bio Bubble) নিয়ে কড়া বার্তা দিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। ম্যাচ এবং অনুশীলনের সময় ছাড়া হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে সকলকে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 6, 2021, 05:21 PM IST
করোনা উদ্বেগের মাঝে Sydney টেস্টে দর্শকদের ফেস মাস্ক বাধ্যতামূলক করল NSW Government
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের (COVID-19) হার বাড়ছিল। স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। তাই কোনও রকম ঝুঁকি নয়। কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে নিউ সাউথ ওয়েলস প্রশাসন  (NSW Government) সিডনিতে দর্শক সংখ্যা বেঁধে দিয়েছে। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে পঁচিশ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে সিডনি টেস্ট শুরুর আগে বক্সিং ডে টেস্টকে (Boxing Day Test) কোভিডের সম্ভাব্য হটস্পট (Covid Hotspot) হিসেবে চিহ্নিত করেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর। এবার সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া (India-Australia) টেস্ট ম্যাচ দেখতে আসা সকল দর্শকের জন্য ফেস মাস্ক বাধ্যতামূলক বলে জানাল নিউ সাউথ ওয়েলস প্রশাসন।  

সিডনিতে (Sydney Cricket Ground) যে সব দর্শক অস্ট্রেলিয়া বনাম ভারত (India-Australia) তৃতীয় টেস্ট দেখতে আসবেন তাদের ফেস মাস্স মাস্ট, জানিয়ে দিয়েছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন। সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। আর তা না থাকলে মাঠে প্রবেশের অনুমতি পাওয়া যাবে না। এমনকী মাস্ক না থাকলে জরিমানা হতে পারে বলেও জানা গিয়েছে।

করোনা উদ্বেগের মাঝে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অথচ ক্রিকেটারদের থাকতে হবে কোয়ারেন্টিনে। কেন এই দ্বিচারিতা? অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দিন দুয়েক আগেই গর্জে ওঠেন ভারতীয়রা  (Indian cricket team)। ক্রিকেট অস্ট্রেলিয়াকে স্পষ্ট বার্তা টিম ইন্ডিয়ার, চিড়িয়াখানার জন্তুর মতো থাকতে পারবে না।

আরও পড়ুন- Virat Kohli-Hardik Pandya'র বিরুদ্ধে কোভিড বিধি ভঙ্গের অভিযোগ! সাফাই Baby Village-এর মালিকের

এদিকে ভারত-অস্ট্রেলিয়া দুই দলের ক্রিকেটারদেরই জৈব সুরক্ষা বলয় (Bio Bubble) নিয়ে কড়া বার্তা দিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। ম্যাচ এবং অনুশীলনের সময় ছাড়া হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে সকলকে।
 
আরও পড়ুন- Boxing Day Test কোভিড হটস্পট! সিডনি টেস্টের আগে চাঞ্চল্য

.