আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথম ফুটবলে পা

২৬ জুন কোপা আমেরিকার ফাইনালের পর প্রথমবার বল পায়ে মাঠে নামলেন লিওনেল মেসি। সোমবার থেকে ইংল্যান্ডে ৬ দিনের প্রাক মরশুম শিবির শুরু করে দিল বার্সেলোনা। নতুন লুকে মাঠে নামলেন এলএম টেন। নেইমারের অনুপস্থিতিতে বার্সার অনুশীলনে বিশেষ নজর ছিল মেসি-সুয়ারেজ জুটির দিকে। প্রাক মরশুম শিবিরে বেশ মেজাজেই ছিলেন ফুটবলের যুবরাজ। শনিবার ডাবলিনে সেল্টিকের বিরুদ্ধে ম্যাচ খেলবে ক্যাটালিয়ান্স ক্লাব। আম্তর্জাতিক ফুটবলকে আচমকা বিদায় জানানোর পর এই প্রথম মাঠে মেসি। এদিকে মরশুম শুরুর আগেই সুখবর বার্সেলোনার। ২০১৫-১৬ মরশুমে রেকর্ড পরিমাণ অর্থ লাভ করেছে এই ক্যাটালিয়ান্স ক্লাব। শেষ বছরে প্রায় উনত্রিশ মিলিয়ান পাউন্ড লাভ করেছে বার্সেলোনা। 

Updated By: Jul 26, 2016, 08:06 PM IST
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথম ফুটবলে পা

ব্যুরো:২৬ জুন কোপা আমেরিকার ফাইনালের পর প্রথমবার বল পায়ে মাঠে নামলেন লিওনেল মেসি। সোমবার থেকে ইংল্যান্ডে ৬ দিনের প্রাক মরশুম শিবির শুরু করে দিল বার্সেলোনা। নতুন লুকে মাঠে নামলেন এলএম টেন। নেইমারের অনুপস্থিতিতে বার্সার অনুশীলনে বিশেষ নজর ছিল মেসি-সুয়ারেজ জুটির দিকে। প্রাক মরশুম শিবিরে বেশ মেজাজেই ছিলেন ফুটবলের যুবরাজ। শনিবার ডাবলিনে সেল্টিকের বিরুদ্ধে ম্যাচ খেলবে ক্যাটালিয়ান্স ক্লাব। আম্তর্জাতিক ফুটবলকে আচমকা বিদায় জানানোর পর এই প্রথম মাঠে মেসি। এদিকে মরশুম শুরুর আগেই সুখবর বার্সেলোনার। ২০১৫-১৬ মরশুমে রেকর্ড পরিমাণ অর্থ লাভ করেছে এই ক্যাটালিয়ান্স ক্লাব। শেষ বছরে প্রায় উনত্রিশ মিলিয়ান পাউন্ড লাভ করেছে বার্সেলোনা। 

 

.